ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ষড়যন্ত্রকারীদের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেয়া হবে না ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ২৩:১৮, ১৮ অক্টোবর ২০২০

ষড়যন্ত্রকারীদের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেয়া হবে না ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, দেশে এখনও ষড়যন্ত্রকারীরা তৎপর। জনগণ যদি সজাগ থাকে ষড়যন্ত্রকারীরা কোনভাবেই সরকারের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা। ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেয়া হবে। তিনি শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটা গ্রামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনতা যৌক্তিক দাবি করেছে বলেই শেখ হাসিনার সরকার ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এটা সরকারের দুর্বলতার বহির্প্রকাশ নয়। বর্তমান সরকার সবসময় জনগণের যৌক্তিক দাবিকে সম্মান করে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মোঃ একরাম উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ। এ সময় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×