ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিআইজি

প্রকাশিত: ২১:৪৮, ১৭ অক্টোবর ২০২০

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিআইজি

সংবাদদাতা, বোয়ালখালী, চট্টগ্রাম ॥ সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, ইভটিজিং,বাল্যবিয়ে ও মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পারিবারিক ও সামাজিক বন্ধন দিন দিন কমে যাচ্ছে বলেই মানুষের নৈতিকতা হারিয়ে যাচ্ছে। তাই ছেলেমেয়েদের নৈতিক চরিত্রের অধিকারি হিসেবে গড়ে তুলতে হবে,তাহলেই সহিংসতা রোধ করা সম্ভব। দেশে আইন আছে, আদালত আছে। প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় এ সামাজিক আন্দোলনের জোরদার করতে হবে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার একটি কনভেনশন হলে চট্টগ্রামের বোয়ালখালী থানার উদ্যোগে আয়োজিত বিট পুলিশিং সভায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল করিমের সভাপতিত্বে ও পুলিশ ইনচার্জ ( তদন্ত) মো. আবুল কালামের উপস্থাপনায় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুররুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান, অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (ডিএসবি)' র ইমরান ভুঁইয়া।
×