ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে পূজা উপলক্ষে গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর

প্রকাশিত: ২১:৪৬, ১৭ অক্টোবর ২০২০

পিরোজপুরে পূজা উপলক্ষে গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ পিরোজপুরের নাজিরপুরে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাজিরপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে আসন্ন দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম এমপি। সভায় নাজিরপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুখনঞ্জন ব্যাপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম. এ. হাকিম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর কাজী শাহনেওয়াজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা ইয়াসমিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার প্রমুখ। পরে মন্ত্রী আসন্ন দূর্গোৎসব উপলক্ষে নিজস্ব ও জেলা পরিষদের অর্থায়নে ১২২টি দূর্গা মন্দিরের সভাপতি/সম্পাদকের নিকট অনুদানের অর্থ প্রদান ও ২২ জন গৃহহীনকে ঘরের চাবি হস্তান্তর করেন।
×