ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পী অরূপ রতনের ‘ত্রিনয়নী মা’

প্রকাশিত: ২১:৩৪, ১৭ অক্টোবর ২০২০

শিল্পী অরূপ রতনের ‘ত্রিনয়নী মা’

স্টাফ রিপোর্টার ॥ বহুগুণে গুণান্বিত একজন সফল ব্যক্তি ডাঃ অরূপ রতন চৌধুরী। তিনি একাধারে বিশিষ্ট ডেন্টাল সার্জন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, টিভি উপস্থাপক, মাদক ও ধূমপানবিরোধী সংগঠন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ও বারডেম ডেন্টিস্ট্রি বিভাগের অধ্যাপক। শত ব্যস্ততার মধ্যেও সঙ্গীতকে জীবনে ধারণ ও লালন করে চলেছেন, সঙ্গীতচর্চাকে রেখেছেন চলমান। এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত ডাঃ অরূপ রতন চৌধুরীর গাওয়া ৫টি গান নিয়ে সাউন্ডটেকের প্রযোজনায় বাজারে এসেছে ভিডিও এ্যালবাম ‘ত্রিনয়নী মা’। শিল্পী অরূপ রতন জানান, গানগুলো পূজার ষষ্ঠীর দিন থেকে ইউটিউবে প্রকাশ করা হবে। এছাড়াও গানগুলো পূজার দিনগুলোতে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। গানগুলোর সুরারোপ করেছেন স্বপন দাস। সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। ডাঃ অরূপ রতন চৌধুরীর এটি পঞ্চম এ্যালবাম। গত বছর শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গেও রবীন্দ্রনাথের ৫টি গান নিয়ে একটি দ্বৈতকণ্ঠের ভিডিও এ্যালবাম প্রকাশিত হয়। শিল্পী জানান, বর্তমানে স্বাধীন বাংলা বেতারের কালজয়ী গানগুলো নিয়ে আরও একটি ভিডিও এ্যালবাম তৈরির প্রস্তুতি নিচ্ছেন, যেটি আগামী বছর প্রকাশিত হবে।
×