ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে রেলের কর্মজীবি নারীকে আপত্তিকর প্রস্তাব, রেলপথ অবরোধ

প্রকাশিত: ২০:৫৮, ১৭ অক্টোবর ২০২০

গফরগাঁওয়ে রেলের কর্মজীবি নারীকে আপত্তিকর প্রস্তাব, রেলপথ অবরোধ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে আপত্তিকর প্রস্তাবে সম্মতি না দেয়ায় পৌরসভার সাবেক মেয়র কেন্দ্রীয় যুবলীগ নেতার বাড়ির কেয়ারটেকারের হাতে লাঞ্চিত হয়েছে রেলওয়ে প্রকৌশল বিভাগের এক কর্মজীবি নারী । এই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবীতে রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীরা প্রায় ৪৫ মিনিট ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রাখে। ঘটনাটি ১৭ অক্টোবর শনিবারের। রেলওয়ে থানায় দায়ের করা অভিযোগ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে,শনিবার (১৭) অক্টোবর দুপুর দেড়টার দিকে ঢাকা- ময়মনসিংহ রেলপথের ধামাইল এলাকায় সাবেক পৌর মেয়র যুবলীগ নেতা এডভোকেট কায়সার আহম্মেদের বাড়ির সামনে রেললাইনের ওভারহেলিং এর কাজ করছিল রেলওয়ের প্রকৌশল শাখার দুইজন নারী কর্মচারীসহ ৪/৫ জন কর্মচারী । এ সময় সাবেক মেয়রের বাড়ির কেয়ার টেকার লিটন ওরফে বাশু লিটন (৪৮) এই দুই কর্মজীবি নারীকে অশ্লীল কথাবার্তা বলে উক্তক্ত করতে থাকে এবং কুপ্রস্তাব দেয়। লিটন এই দুই নারীকে মেয়রের বাড়ির ভিতর হাফিজুলের কাছে যেতে বলে। এ সময় কেয়ারটেকার বাশু লিটন রেলের পুরুষ কর্মচারীদের লাঠি ও অস্ত্রের ভয় দেখিয়ে ধাওয়া দেয় । রেলের প্রকৌশল বিভাগের মেইড মোঃ শহীদ মিয়া (৩২), ওয়েম্যান আজিজুল (৩৩), কমলা আক্তার (২৮) প্রাণভয়ে দৌড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করতে পারলেও ওয়েম্যান আকলিমা বেগমকে (২৮) কে আটকিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করে সন্ত্রাসী বাশু লিটন। ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে বাশু লিটন ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার প্রতিবাদে রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীরা বিকাল সাড়ে চারটা থেকে বিকাল সোয়া পাঁচটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রাখে। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন গফরগাঁও রেলষ্টেশনের ইনার সিগন্যালের কাছে আটকা পড়ে। উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ^াসের প্রেক্ষিতে রেলকর্মীরা অবরোধ তুলে নেয়। লাঞ্চিত কর্মজীবি নারী আকলিমা বেগম বলেন, আমরা দরিদ্র নারী । পেটের দায়ে চতুর্থ শ্রেনীর চাকুরী করি। চাকুরী করতে এসে কুপ্রস্তাবের শিকার হলাম এবং লাঞ্চিত হলাম । রেলওয়ে প্রকৌশল বিভাগের গফরগাঁওয়ের উর্ধ্বতন উপ সহকারি প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, রেলের উর্ধ্বতন মহল বিষয়টি অবগত আছে। মামলা করার জন্য লাঞ্চিত নারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ হিরু জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
×