ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারলেই ধর্ষণ বন্ধ হবে : গাজীপুর পুলিশ কমিশনার

প্রকাশিত: ১৮:২৪, ১৭ অক্টোবর ২০২০

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারলেই ধর্ষণ বন্ধ হবে : গাজীপুর পুলিশ কমিশনার

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ "নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি" এমন শ্লোগানকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৫৭ টি ওয়ার্ডে শনিবার একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীর পাগাড়ে ৪৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত সমাবেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফুল কবির বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও আদর্শ বাস্তবায়ন করতে পারলেই সমাজের প্রতিটি স্তর থেকে নারী নির্যাতন ও ধর্ষণের মতো ব্যাধি উপড়ে ফেলা সম্ভব। বঙ্গবন্ধু নারীদের সর্বোচ্চ সম্মান করতেন। স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধু নারীদের বীরাঙ্গনা সম্মানে ভূষিত করে অমর হয়ে আছেন। নারীর প্রতি পুরুষ সচেতন হলেই নারীরা নিরাপদ থাকবে, আর এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গী থানার ওসি আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া। বক্তব্য রাখেন, মুফতি তাজুল ইসলাম ফারুকী, টঙ্গী কলেজ ছাত্রলীগ সেক্রেটারি রেজাউল করিম, ইউসুফ পাঠান, সৈয়দ আতিক, রশিদ ভূইয়া, ফিরোজা ফেরদৌসী ফিরু,আয়েশা আক্তার, নাজমা আক্তার, হ্যান্সি ডি কস্তা, খালেদুর রহমান রাসেল, মোক্তার হোসেন সোহেল ও বিউটি খানম প্রমূখ। সমাবেশে পুলিশ কমিশনার আরো বলেন, নারীদের প্রতি পুরুষদের অস্বচ্ছ ধারনা থেকেই অপরাধ সৃষ্টি হচ্ছে। পরিবারের ভাল শিক্ষা থেকেই ভাল সমাজ ও রাস্ট্রের সৃষ্টি হবে। তাই নারীদের দাসত্বের দৃষ্টিতে দেখা নয়, দায়িত্বের দৃষ্টিতে দেখতে হবে। নারীরা হলেন আল্লার নেয়ামত, আর এই নেয়ামতের হেফাজতে পুরুষরা এগিয়ে আসলেই নারী ধর্ষণ ও নির্যাতন মুক্ত সমাজ গড়ে উঠবে।
×