ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জ থানায় এখন সেবার মান বেড়ে গেছে

প্রকাশিত: ১৬:৫১, ১৭ অক্টোবর ২০২০

পীরগঞ্জ থানায় এখন সেবার মান বেড়ে গেছে

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় শতভাগ দালাল মুক্ত হয়েছে। ফলে সব শ্রেণীর সেবা প্রত্যাশী জনগণ সহজেই থানায় এসে সেবা পাচ্ছে। জানা গেছে ইতি পূর্বে পীরগঞ্জ থানায় একাধিক দালাল চক্র সক্রিয় থাকায় সাধারণ মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হত। থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়ের কাছে এ দৃশ্য ধরা পড়ে। তার আন্তরিকতার ফলে বর্তমানে পীরগঞ্জ থানায় দালাল মুক্ত হয়েছে। বেড়েছে জনগণের সেবার মান ও উজ্জ্বল হয়েছে পুলিশের ভাবমুর্তি। যে কোন ব্যক্তি সহজেই থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়ের কক্ষে প্রবেশ করে অভিযোগ দাখিল করে সেবা নিয়ে থাকেন। অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নেন তিনি। তাকে সার্বিক সহযোগীতা করছেন থানার সকল পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলগণ। থানা থেকে সুবিধা বঞ্চিত ও দালাল চক্রের একটি অংশ থানার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেও থানা পুলিশ এ ব্যাপারে সর্তক রয়েছেন। থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান সেবাই পুলিশের ধর্ম। নিঃস্বার্থ ভাবে জনগণকে সেবা দিয়ে পুলিশ বাহিনী সুনাম অক্ষুন্ন রাখার জন্যে অক্লান্ত পরিশ্রম করছি।
×