ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে এবারের দুর্গাপূজায় আসছে আকর্ষণীয় প্রতিমা

প্রকাশিত: ১৬:৩৫, ১৭ অক্টোবর ২০২০

ঠাকুরগাঁওয়ে এবারের দুর্গাপূজায় আসছে আকর্ষণীয় প্রতিমা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ হিন্দু ধর্মের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজার আর মাত্র কয়েক দিন বাকি থাকায় ঠাকুরগাঁও জেলায় শেষ সময়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এই মূর্হুতে প্রতিটি পাড়া-মহল্লায় চলছে প্রতিমা রং তুলির কাজ। দিন-রাত সমান তালে প্রতিমার রংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা সাজসজ্জার শিল্পিরা। সেই শিল্পিরা জানান, সময় কম থাকায় তারা নাওয়া-খাওয়া ছেড়ে কাজ করছেন, দম ফেলার সময়টুকু তাদের নেই। চলতি বছরে ঠাকুরগাঁও জেলার ২১টি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীরা সরকার ঘোষিত সামাজিক সুরক্ষা বজায় রেখে পূজা উদযাপন করার আশাবাদব্যক্ত করেছেন। এখন শুধু কিছু মন্ডবে বাকি রয়েছে প্রতিমায় রং তুলির কাজ। আগামী ২/১ দিনের মধ্যে রং তুলির কাজ শেষ হবে বলে প্রতিমা সাজসজ্জার শিল্পীরা জানিয়েছেন। বিভিন্ন মন্ডপে প্রতিমা তৈরির কাজ ইতোমধ্যে অনেকেরই শেষ হয়ে গেছে। অনেক শিল্পী কাজ শেষ করে বাড়ি ফিরে গেছেন। দুই এক দিনের মধ্যেই প্রতিমা শিল্পীরা রং তুলির কাজও শেষ করবেন। তবে প্রতিমা তৈরির কারিগর শিল্পীদের মধ্যে এবার কিছু অসন্তোষ অভিযোগ রয়েছে । রাণীশংকৈল পৌরশহরের হাটখোলা সার্বজনিন মন্দিরের মৃৎশিল্পী কাদিহাট মালিবস্তি গ্রামের পরেশ মালাকার ও কেন্দ্রীক গোবিন্দ মন্দিরের প্রতিমা শিল্পী দিনাজপুর মির্জাপুরের মানিক রায় বলেন, করোনার কারণে এবার আমাদের প্রতিমা নির্মাণে কম মুজুরীতে কাজ করতে হচ্ছে। তাছাড়া শুরুতে আবহাওয়া খারাপ থাকায় ঠিকমত কাজ করা যায়নি। এদিকে বাঁশ, কাঠ, খড়, লোহা, রশি, মাটি, রংসহ প্রতিমা তৈরির সব উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের মতো পোষাচ্ছে না। তবুও জীবীকার তাগিদে ও বাপ-দাদার পেশা হিসেবে এ কাজেকে টিকে থাকার চেষ্টা করছি। এ ব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক প্রবীরগুপ্ত বুয়া জানান, এ বছর জেলায় ৪৬০টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্টিত হবে। "প্রশাসনের সার্বিক সহযোগিতার নিশ্চয়তায় প্রতিটি মন্ডপে স্বাস্থ্যবধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে।" এব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন জানান, জেলা ও উপজেলার পূজা মন্ডপগুলোতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য মোতায়েন থাকবে। পূজা মন্ডপগুলোতে যারা বিশৃংঙ্খলা সৃষ্টি করা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। যে সমস্ত পূজামন্ডপ ঝুকিপূর্ণ সেগুলোতে বাড়তি নিরাপত্তা বলয় তৈরী করা হবে বলেও জানান তিনি ।
×