ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উখিয়ায় রোহিঙ্গাদের বিক্রয়কৃত ত্রাণ জব্দ

প্রকাশিত: ১৬:০৯, ১৭ অক্টোবর ২০২০

উখিয়ায় রোহিঙ্গাদের বিক্রয়কৃত ত্রাণ জব্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় রোহিঙ্গাদের বিক্রয়কৃত ত্রাণভর্তি গাড়ি জব্দ করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার রাতে ত্রাণের মালগুলো উদ্ধার করেছে গ্রামবাসী। স্থানীয় বজুরুজ মিয়া জানান, শুক্রবার রাতে ভারী ত্রাণ বোঝাই একটি সিএনজি অটোরিক্সা তার চাষাবাদের জমিনে পড়ে। এতে তার ব্যাপক ক্ষতি হয়। এসময় গ্রামবাসী এসে ত্রাণের মালামালসহ গাড়িটি জব্দ করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, কন্টিনারসহ বিভিন্ন ধরনের মালামাল। নিয়মের চেয়ে অতিরিক্ত ত্রাণ পাওয়ায় রোহিঙ্গারা ওইসব ত্রাণের মাল বিক্রি করে নগদ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিনিয়ত। উখিয়া থানার ওসি জানান, এ ব্যাপারে সিএনজি চালক কক্সবাজার ঝিলংজার মো: কালুর পুত্র মফিজ উদ্দিন ও ঈদগাঁওর নুরুল হক নুরুকে আসামি করে মামলা হয়েছে।
×