ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান

প্রকাশিত: ১৬:০৯, ১৭ অক্টোবর ২০২০

বরিশালে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে নগরীর পোর্ট রোড এলাকায় আজ শনিবার দুপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই এলাকার মোল্লা ট্রেডার্স ও পায়েল এন্টারপ্রাইজ নামক দুটি পাইকারি আলু বিক্রির দোকানকে অধিকমূল্যে বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে বাজার কমিটির নেতৃবৃন্দদের সাথে আলোচনাকালে তাদেরকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আলু বিক্রির নির্দেশনা দেয়া হয়। একইসাথে বাজারে কোন সিন্ডিকেট বা অস্থিতিশীল পরিস্থিতি রুখতে জেলা প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবেন বলেও হুশিয়ারী দেয়া হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
×