ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে তিন কোটি ৯০ লাখ টাকার জাল ও মাছ জব্দ

প্রকাশিত: ১৫:২৫, ১৭ অক্টোবর ২০২০

বরিশালে তিন কোটি ৯০ লাখ টাকার জাল ও মাছ জব্দ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযানের অংশহিসেবে বরিশাল অঞ্চলে তিন কোটি ৯০ লাখ টাকার অবৈধ জাল ও মাছ উদ্ধার করেছে নৌ-পুলিশ। একইসাথে একটি ড্রেজার, চারটি নৌযান জব্দসহ ১৫ জন মাছ শিকারীকে গ্রেফতার করা হয়েছে । আজ শনিবার সকালে নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ পরিদর্শক আবু তাহের তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাছ এতিমখানায় এবং উদ্ধারকৃত জাল ভ্রাম্যমান আদালতের অনুমতিক্রমে পুড়িয়ে ফেলা হয়েছে। অভিযানে আটককৃত ১৫ জনের মধ্যে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অন্যান্যদের নগদ অর্থ জরিমানা করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ইলিশ সংরক্ষণ অভিযানে পেশাদার জেলেদের চেয়ে মৌসুমী জেলেরা বেশি ধরা পড়ছে। কারণ নিষেধাজ্ঞার সময় সরকারি প্রনোদনা পেয়ে পেশাদার জেলেরা মাছ শিকারে বিরত থাকলেও কতিপয় মৌসুমী জেলেরা অধিক লোভে পরে ইলিশ সম্পদ ধ্বংস করতে নেমেছে।
×