ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেনীতে ধর্ষণ বিরোধী লংমার্চে হামলা, আহত ৫

প্রকাশিত: ১৪:৪৭, ১৭ অক্টোবর ২০২০

ফেনীতে ধর্ষণ বিরোধী লংমার্চে হামলা, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে শাহাবাগ থেকে নোয়াখালীর একলাশপুর গামী লংমার্চে ফেনীতে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সমাবেশ শেষে বিক্ষোভ করার সময় শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় অন্তত ৫ জন আহত হয়েছেন। এর আগে শহরের শহীদ মিনার প্রঙ্গনে সমাবেশ করেন প্রতিবাদকারীরা। তারা জানান, ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ ও প্রচারাভিযান করে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে লংমার্চ যাওয়ার সময় কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় গেলে বেশকয়েকজন সন্ত্রাসী লাঠি নিয়ে হামলা করে । এসময় লংমার্চকারীদের মধ্যে হৃদয়, শাহাদাত, অনিক, যাওয়াদ ও পথচারী সহ ৫ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফেনী শহর শাখার সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ সূর্য বলেন, এ হামলা ন্যাক্কারজনক। আমাদের কর্মীদের হামলা করে দমিয়ে দিতে চায় সন্ত্রাসীরা। এর আগে শহরের শহীদ মিনারের পাশে দোয়েল চত্ত্বরে সমাবেশ চলাকালে স্থানীয় সংসদের ছবির উপর লাল রং লাগিয়ে নেতিবাচক বক্তব্য লেখাকে কেন্দ্র করে পুলিশের সাথে লং মার্চকারীদের বাক বিতন্ডার ঘটনা ঘটে। কিছুক্ষণ পর তা স্বাভাকিক অবস্থায় ফিরে আসে। তবে লং মার্চ কারীদের নেতৃত্বদান থাকা ব্যক্তিরা নেতা কর্মীরা বলেন, সমাবেশে বিশৃংখলা তৈরী করতে বহিরাগত কেউ এ ঘটনা ঘটিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছে। দুপুরে লংমার্চ নোয়াখালীর উদ্দেশ্যে ফেনী ছেড়ে যায়।
×