ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তেঁতুলিয়া থেকে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকাদান কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ১৩:২৬, ১৭ অক্টোবর ২০২০

তেঁতুলিয়া থেকে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকাদান কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ 'পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প' এর আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ বিনাশের লক্ষ্যে বিনামূল্যে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের সিদ্দিকনগর দাখির মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে এ পিপিআর রোগের টিকাদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পঞ্চগড়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে পিপিআর টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডাঃ আব্দুল জব্বার শিকদার, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী সামস আফরোজ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথুরাম সরকার, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, মারাত্মক এ রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর বাংলাদেশে অসংখ্য ছাগল ও ভেড়া মারা যাচ্ছে। এতে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ নির্মুল ও প্রতিরোধে টিকা আবিষ্কার করা হয়েছে। যা এই অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একসাথে আনুষ্ঠানিকভাবে পিপিআর রোগের টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হলো। টিকাদান কর্মূসূচীর উদ্বোধনের প্রথম দিনে জেলার তেঁতুলিয়া উপজেলায় ৬৩টি ভ্যাকসিনেশন ক্যাম্পে ২২ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা প্রদান করা হয় এবং পরবর্তীতে দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলায় পর্যাক্রমে এ টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দেন তিনি ৷
×