ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কে সন্দেহভাজন আমিরাতি গুপ্তচর গ্রেফতার

প্রকাশিত: ১১:৫০, ১৭ অক্টোবর ২০২০

তুরস্কে সন্দেহভাজন আমিরাতি গুপ্তচর গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥ তুরস্কে সন্দেহভাজন একজন আমিরাতি গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি আমিরাতের হয়ে তুরস্কে বসবাসরত আরব নাগরিকদের ওপর নজরদারি চালাতো। গ্রেফতারের পর ওই ব্যক্তি আমিরাতি কর্তৃপক্ষের সঙ্গে তার যোগসাজশের কথা স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, তুর্কি কর্তৃপক্ষ তার কাছ থেকে আমিরাতি নথিপত্র উদ্ধার করেছে। ওই ব্যক্তিকে শনাক্ত করা যায়; এমন কোনও তথ্য এখনই দিতে রাজি নয় আঙ্কারা। আমিরাতি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তুরস্কে আমিরাতি চর গ্রেফতারের ঘটনা এটিই প্রথম নয়। গত বছরও দেশটিতে গ্রেফতার হয় দুই আমিরাতি গুপ্তচর। তুরস্কে অধ্যয়নরত আরব দেশগুলোর শিক্ষার্থী এবং রাজনৈতিক কারণে দেশটিতে নির্বাসিত আরবদের ওপর চরবৃত্তির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছিল। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।
×