ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাপানী গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত হলো আইইউবি

প্রকাশিত: ২৩:৩৪, ১৭ অক্টোবর ২০২০

জাপানী গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত হলো আইইউবি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) সম্প্রতি এক অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ওপিআরআই)-এর সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তির ফলে ওপিআরআই এর ক্লাইমেট এ্যান্ড ওশান রিস্ক ভালনারেবিলিটি ইনডেক্স (সিওআরভিআই) প্রকল্পের সঙ্গে বাংলাদেশ যুক্ত হলো। এই প্রকল্পে আইইউবি বাংলাদেশ চ্যাপ্টারের প্রাতিষ্ঠানিক সহযোগী হিসেবে কাজ করবে। সেই সঙ্গে আইইউবি’র স্কুল অব বিজনেস এ্যান্ড এন্টারপ্রিমিউনরশিপ (এসবিই)-এর অর্থনীতি বিভাগ এই প্রকল্পের গবেষণা সহযোগী হিসেবে কাজ করবে। সিওআরভিআই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানটি অক্টোবর অনলাইনে যৌথভাবে আয়োজন করে জাপানে ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ওপিআরআই) এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। এতে অতিথি ছিলেন ওপিআরআই এর প্রেসিডেন্ট, অধ্যাপক আতসুসি সানামি এবং আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদ। -বিজ্ঞপ্তি
×