ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২৮ অক্টোবর থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ

প্রকাশিত: ২২:২৭, ১৭ অক্টোবর ২০২০

২৮ অক্টোবর থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৮ অক্টোবর থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ। করোনাকালীন বিশেষ ব্যবস্থা ‘বাবল এয়ার’ চুক্তির আওতায় দু’দেশের মধ্যে শর্তসাপেক্ষে এ সব ফ্লাইট চলাচল করবে। এ বিষয়ে গত বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে জানা যায়, ভারত আগে থেকেই ফ্লাইট চালুর জন্য বাংলাদেশকে এয়ার বাবল প্রস্তাব করলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২৮ অক্টোবর নির্ধারণ করা হয়। যদিও গত মাসে ফ্লাইট চালু করতে প্রস্তাব দেয় ভারত। চুক্তিতে সপ্তাহে ভারতের পাঁচটি এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইট পরিচালনার কথা বলা হয়। বাংলাদেশের পক্ষ থেকেও তিনটি এয়ারলাইন্সের সপ্তাহে ২৮ ফ্লাইট চালানোর বিষয় প্রস্তাব দেয়া হয়। ভারত এই প্রস্তাবে সম্মত হলে আগামী ২৮ অক্টোবর থেকে চলবে ফ্লাইট। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৩টি এবং নভোএয়ারের একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। অন্যদিকে ভারতের স্পাইস জেট, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, গোএয়ার, ভিস্তারা- এই ৬ এয়ারলাইন্স দিল্লী-কলকাতা-চেন্নাই-মুম্বাই-চট্টগ্রাম-ঢাকা রুটে ২৮ ফ্লাইট পরিচালনা করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-দিল্লী, দিল্লী-ঢাকা, ঢাকা-কলকাতা ও কলকাতা-ঢাকা রুটে, ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা-কলকাতা, কলকাতা-ঢাকা, ঢাকা-চেন্নাই, চেন্নাই-ঢাকা রুটে এবং নভোএয়ার ঢাকা-কলকাতা ও কলকাতা-ঢাকা রুটে বিমান পরিচালনা করবে।
×