ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুরান ঢাকায় প্রতিবাদী নাট্যোৎসব

প্রকাশিত: ২২:২৩, ১৭ অক্টোবর ২০২০

পুরান ঢাকায় প্রতিবাদী নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ নারী নিপীড়ন, নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নানাভাবে জানানো হচ্ছে প্রতিবাদ। শুধু পথসভা কিংবা বিক্ষোভ নয়, সংস্কৃতির আশ্রয়েও জানানো হচ্ছে প্রতিবাদ। সেই ¯্রােতধারায় প্রতিবাদী নাট্যোৎসব হয়ে গেল পুরান ঢাকার ওয়াইজঘাটের বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) মিলনায়তনে। আদি ঢাকা সাংস্কৃতিক জোট শুক্রবার এ নাট্যোৎসবের আয়োজন করে। বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, বুলবুল ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হানিফ খান। সভাপতিত্ব করেন এ জোটের সভাপতি মানস বোস বাবুরাম। উৎসবে মঞ্চস্থ হয় সাতটি নাটক। সাজ্জাদ রিপনের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ রঙ্গপীঠ নাট্যদলের নাটক সাদাকালো। সাকিল আহমেদের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ ঢাকা রঙ্গপীঠের নাটক চেয়ার। বৃত্ত নাট্যদল মঞ্চস্থ করে শামসুদ্দিন শাকিল রচিত ও নির্দেশিত আমরা অমুক। মঞ্চস্থ হয় উৎস নাট্যদলের নাটক পতাকায় বঙ্গবন্ধু। প্রযোজনাটির রচনার পাশাপাশি নির্দেশনা ইমরান হোসেন ইমু। জহির রায়হানের রচনা ও আব্দুল মোমেনের নির্শেনায় পরিবেশিত হয় ব’নাটুয়ার নাটক একুশের গল্প। আসমা আক্তার লিজার রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটনন্দনের নাটক দেয়ালের কান্না। মিজানুর রহমানের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় থিয়েটার ’৫২ পরিবেশিত পচা মাটির গন্ধ।
×