ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ

প্রকাশিত: ২১:৩৪, ১৭ অক্টোবর ২০২০

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ

২০২০ সালের আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) এই বছর বাংলাদেশের প্রতিযোগী তাসমীম রেজা, রেজোয়ান আরেফিন এবং আরমান ফেরদৌস ব্রোঞ্জ পদক পেয়েছে। এবার আয়োজক ছিল সিঙ্গাপুর। কোভিড ১৯-এর কারণে প্রতিযোগীদের স্বস্ব দেশে কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ইনফরমেশন এক্সেস সেন্টারে আয়োজক এবং সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক কমিটির সার্বক্ষণিক অনলাইন নজরদারিতে ১৬ সেপ্টেম্বর ও ১৯ সেপ্টেম্বর তারিখে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই আয়োজন তত্ববাবধান করেন বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সদস্য ড. মো. কায়কোবাদ এবং ড. সোহেল রহমান। ৮৭টি দেশ থেকে মোট ৩৪৩ জন প্রতিযোগী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল। বাংলাদেশে এই অলিম্পিয়াড আয়োজনে ডাচ-বাংলা ব্যাংক পৃষ্ঠপোষকতা করে আসছে।
×