ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় যৌক্তিক স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

প্রকাশিত: ২১:১৮, ১৭ অক্টোবর ২০২০

নওগাঁয় যৌক্তিক স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ অক্টোবর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর নওহাটামোড়ে স্থাপনের দাবিতে লং মার্চ করেছেন জনতা। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ লংমার্চে উপস্থিত ছিলেন এলাকার সকল স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নওহাটামোড় বাজার, হাট চকগৌরী বাজার ও স্বরস্বতিপুর বাজারসহ আশপাশের বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ। লং মার্চের পূর্বে একই দাবিতে নওহাটামোড়ে একটি বিশাল মানববন্ধন কর্মসূচীও পালন করা হয়। একই দাবিতে ফের জনতা এবার লং মার্চ করলেন। নওগাঁর নওহাটামোড় নওগাঁ জেলার মধ্যবর্তী স্থান, জেলা শহর থেকে ১২ কিমি দূরে ত্রিমুখী রাস্তার পার্শ্বে। এখানে এক দাগে ৯৮ বিঘা খাস সরকারী জমিসহ মোট ১১শ’ বিঘা খাস জমি আছে, যে কারণে সরকারকে জমি অধিগ্রহণের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ও করতে হবে না। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা নিয়েও বক্তারা তাদের বক্তৃতায় বলেন, বিমানবন্দর থেকে ৪৬ কিমি, রেল জংশন থেকে ২০ কিমি ও নৌপথ (ছোট যমুনা) থেকে মাত্র ১২ কিমি দূরে স্থানটি অবস্থিত। এসব যৌক্তিক কারণ উল্লেখ করে লং মার্চে উপস্থিত হাজারও জনতার দাবি নওহাটারমোড়ই প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত বিশ্ববিদ্যালয় স্থাপনের একমাত্র উপযুক্ত স্থান। এ লং মার্চে উপস্থিত ছিলেন, ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেঃ কঃ আছির উদ্দিন দেওয়ান, আবু নাসের সাবেক অধ্যক্ষ বলিহার ডিগ্রী কলেজ, শাহিনুর আলম শাহিন বিশিষ্ট ব্যবসায়ী মহাদেবপুর, আলহাজ হাসান আলী ম-ল, সাবেক ইউপি চেয়ারম্যান ও সভাপতি ভীমপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ নেতা কামরুজ্জামান বাবু, মনির হোসেন, মোশারফ হোসেন বকুল সাবেক ইউপি চেয়ারম্যান, নওহাটামোড় বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।
×