ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার বছরেও সংস্কার হয়নি রাজগঞ্জ আড়িগাঁও সড়ক

প্রকাশিত: ২১:১৪, ১৭ অক্টোবর ২০২০

চার বছরেও সংস্কার হয়নি রাজগঞ্জ আড়িগাঁও সড়ক

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৬ অক্টোবর ॥ শরীয়তপুর পৌরসভার ৭ ইউনিয়নের যোগাযোগের সহজ মাধ্যম রাজগঞ্জ-আড়িগাঁও সড়কটি ৪ বছরেও মেরামত হয়নি। সদর উপজেলার তুলাসার, ডোমসার, বিনোদপুর, চিকন্দী, চন্দ্রপুর ও মাহমুদপুর ইউনিয়নের হাজার হাজার লোক প্রতিদিন এই রাস্তা দিয়ে শরীয়তপুর শহরে যাতায়াত করলেও পৌর কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে গত ৪ বছরেও রাস্তাটি মেরামত হয়নি। পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বেপারি ও বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তাটি মেরামত না হওয়ায় যানবাহন চলাচলসহ হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। জেলা শহরের রাজগঞ্জ ব্রিজ থেকে তুলাসার ইউনিয়নের আড়িগাঁও পর্যন্ত ২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা ৪ বছর ধরে এর অর্ধাংশ খালের মধ্যে ভেঙ্গে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই। রাস্তাটি মেরামতের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বহু লেখালেখির মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জাহিদ ফকির, খান বেলাল, মোঃ আমির হোসেন আমু, শাখাওয়াত হোসেন হাওলাদার, সরদার মোঃ ওবায়দুর রহমান বাদল ও ইকবাল হোসেন মাদবরসহ অনেকেই এ সড়কটি মেরামতের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট করেছেন। এছাড়াও পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ স্কুল হতে বয়াতি বাড়ি পর্যন্ত ইটের রাস্তা, পৌরসভার শান্তিনগর ও পাহাড়কান্দি এলাকার বহু রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা, লোকজনের হেঁটে যেতেও ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
×