ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে লংমার্চ ॥ না’গঞ্জে বিক্ষোভ

প্রকাশিত: ২১:১৩, ১৭ অক্টোবর ২০২০

ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে লংমার্চ ॥ না’গঞ্জে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে লংমার্চ নারায়ণগঞ্জে ঘণ্টাব্যাপী কর্মসূচী পালন করেছে। ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আট দশটি গাড়ির এই লংমার্চ শুক্রবার দুপুর বারোটায় নগরীর চাষাঢ়ায় এসে পৌঁছে। এরপর ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে চাষাঢ়ার বিজয়স্তম্ভ ঘুরে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচী শেষে দুপুর দেড়টায় লংমার্চ নোয়াখালীর বেগমগঞ্জের উদ্দেশে চাষাঢ়া থেকে যাত্রা করে। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভা করে কুমিল্লায় গিয়ে রাত্রিযাপন করবে। শনিবার সকালে লংমার্চ নোয়াখালীর উদ্দেশে ফের যাত্রা করবে। চাষাঢ়া শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবন্দ বলেন, গত বিশ বছরে দেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে তার মধ্যে মাত্র তিন শতাংশ ধর্ষণ মামলার বিচার হয়েছে। সাজা হয়েছে মাত্র শূন্য দশমিক তিন শতাংশ অপরাধীর। নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে গৃহবধূকে নির্যাতন ও ভিডিও ভাইরালের ঘটনা পুরো দেশ ও জাতিকে লজ্জিত করেছে বলে তারা দাবি করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে কেউ এমন আশা করেনি। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দন প্রিন্স, বাংলাদেশ ছাত্র ইডিনয়নের সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সুলতানা আক্তারসহ অন্য নেতৃবৃন্দ।
×