ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এএফসি অ-১৭ ও অ-২০ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব নিয়ে কোচ ছোটনের আশাবাদ

প্রকাশিত: ২০:৩১, ১৬ অক্টোবর ২০২০

এএফসি অ-১৭ ও অ-২০ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব নিয়ে কোচ ছোটনের আশাবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছরের ১৩-২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ-২০ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব, এছাড়া ৩-১১ এপ্রিল পর্যন্ত হবে এএফসি অনুর্ধ-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। দুটি আসরের স্বাগতিক হতে আগ্রহ প্রকাশ করে এশিয়ান ফুটবল করফেডারেশনের কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দুটি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবলের কোচ গোলাম রব্বানী ছোটন ইতোমধ্যেই ৩৩ খেলোয়াড় ক্যাম্পে ডেকেছেন। এর মধ্যে অ-২০ দলে ১৮ এবং অ-১৭ দলে ১৫ জন। যে ফুটবলারদের ক্যাম্পে ডাকা হয়েছে তাদের প্রত্যেককেই কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে। সবার রেজাল্টও নেগেটিভ এসেছে। শুধু মেয়েদেরই নয়, পুরো কোচিং স্টাফ এবং বাবুর্চিদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। কোচিং স্টাফ ও বাবুর্চিদের সবার ফলও নেগেটিভ এসেছে। অ-১৭ ও অ-২০ আসরে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে ছোটনের মন্তব্য, `অ-১৬ আসরে আমরা দুবার চ্যাম্পিয়ন হয়েছিলাম আঞ্চলিক পর্যায়ে। অ-১৭ তে চূড়ান্ত পর্যায়ে খেলেছি। এটা একটা বড় অর্জন। ফলে স্বাভাবিকভাবেই আমরা এবারও চাইবো আগের আসরের মতো বাছাইপর্বে ভাল ফল করে চূড়ান্তপর্বে যেতে। অ-১৭ দলটা এবার বলতে গেলে পুরোপুরিই নতুন দল। আর অ-২০ দলে আছে বেশ কজন অভিজ্ঞ খেলোয়াড়।'
×