ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাজী সোমার মৌলিক গান

প্রকাশিত: ২০:২১, ১৭ অক্টোবর ২০২০

কাজী সোমার মৌলিক গান

সংস্কৃতি ডেস্ক ॥ প্রথমবারের মতো মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছে এ প্রজন্মের সঙ্গীতশিল্পী কাজী সোমা। দীর্ঘদিন ধরে পেশাগতভাবে গান করে আসলেও নিজের কোনই মৌলিক গান ছিল না তার। যে কারণে করোনার ক্রান্তিকালেই সবকিছুকে উপেক্ষা করে কাজী সোমা তার জীবনের প্রথম মৌলিক গান নিয়ে আজ এক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে শ্রোতা-দর্শকের সামনে উপস্থিত হতে যাচ্ছেন। তার প্রথম মৌলিক গানের শিরোনাম ‘বাবুয়া বাবুয়া’। গানটি লিখেছেন এবং সুর করেছেন অনিক সাহান। সঙ্গীতায়োজনও করেছেন তিনি। প্রখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান সাউ-টেকের ইউটিউব চ্যানেলে গানটি আজ প্রকাশ হবে। গেল ২৪ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী রাজধানীর বিএফডিসির ১ নম্বর ফ্লোরে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ খ্যাতিমান নৃত্য পরিচালক হাবিব রহমান। নজের জীবনের প্রথম মৌলিক প্রসঙ্গে কাজী সোমা বলেন, মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে আমি আমার জীবনের প্রথম মৌলিক গানটি বেশ ভালভাবেই করতে পারছি। অনেক অনেক শ্রদ্ধা ভালবাসার আমার গানের অনুপ্রেরণা, আমার সঙ্গীত জীবনের আলোর দিশারী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামকে। তার প্রতি ভালবাসা থেকেই আমার আজকের সঙ্গীতশিল্পী হয়ে ওঠা। আমি মূলত স্টেজ শো’তেই বেশি গান গেয়ে থাকি। এ কারণে একটু নৃত্যনির্ভর গান করেছি যুগের সঙ্গে তাল মিলিয়ে। গানের কথা সুর আশা করছি শ্রোতা-দর্শকের ভীষণ ভাললাগবে।
×