ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বুড়া পেঙ্গুইন

প্রকাশিত: ২০:১৯, ১৭ অক্টোবর ২০২০

সবচেয়ে বুড়া পেঙ্গুইন

একচল্লিশ বছর বয়সী একটি জেনটু পেঙ্গুইনকে বিশ্বের সবচেয়ে বয়সী জীবিত পেঙ্গুইন হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছে, ডেনমার্কের ওডেন্স চিড়িয়াখানার ওই নারী পেঙ্গুইনটি এলেই চল্লিশোর্ধ। ওল্ডি নামের ওই পাখিটি অন্তত ৩০ বছর একটি অঞ্চলে অতিবাহিত করেছে। জেনটু প্রজাতির পেঙ্গুইনগুলো সাধারণত ১৫ থেকে ২০ বছর বেঁচে থাকে। এর আগে টেস নামের একটি আফ্রিকান পেঙ্গুইন চল্লিশ বছর বেঁচে ছিল। -ইউপিআই
×