ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পরমাণু কেন্দ্রের পানি সাগরে ফেলবে জাপান

প্রকাশিত: ২০:১৭, ১৭ অক্টোবর ২০২০

পরমাণু কেন্দ্রের পানি সাগরে ফেলবে জাপান

জাপানের ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে ব্যবহৃত ১০ লাখ টনের বেশি পানি দেশটি সাগরে ফেলে দেবে। স্থানীয় মাছ শিকারীদের কঠোর বিরোধিতার সত্ত্বেও দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ব্যবহার করা এসব পানি তারা ফেলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। খবর এএফপির। জাপানের জাতীয় দৈনিক নেক্কেই, ইয়োমিউরি এবং অন্য স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ২০২২ সালের একেবারে শুরুর দিকে এসব পানি ফেলে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন দেশটির পরিবেশবাদীরা। তবে এ পানির তেজস্ক্রিয়তা হ্রাসে পরিশোধিত করা হয়েছে। ২০১১ সালে ভয়াবহ সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এ পরমাণু কেন্দ্র শীতল করতে ব্যবহৃত পানি কীভাবে অপসারণ করা হবে সে বিষয়ে কয়েক বছরের বিতর্কের অবসান ঘটিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়। এ বছরের শুরুর দিকে সরকারী প্যানেল জানায়, পরমাণু কেন্দ্রে ব্যবহৃত এসব পানি সাগরে ফেলা বা বাষ্পীভূত করা হচ্ছে। এক্ষেত্রে উভয়টি ‘বাস্তবানুগ পদক্ষেপ। নিক্কেইয়ের প্রতিবেদনে বলা হয়, গত মাস পর্যন্ত এ পরমাণু কেন্দ্রে ১২ লাখ ৩০ হাজার টন পানি ব্যবহার করা হয়েছে এবং এসব পানি সেখানে জমা রয়েছে।
×