ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ২০:১৬, ১৭ অক্টোবর ২০২০

মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রেফতার

মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী সালভাদর সিইনফিউগোসকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির তদন্তে মার্কিন মাদক প্রশাসনের অনুরোধেই তাকে আটক করা হয়। সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতোর অধীন ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সালভাদর মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরিবারকে নিয়ে তিনি ভ্রমণে গেলে লসএ্যাঞ্জেলেস বিমানবন্দরে তিনি গ্রেফতার হন। খবর এএফপির। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এলরাদ এক টুইট পোস্টে বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাকে জানানো হবে। মেক্সিকোর অনুসন্ধানী সাময়িকী প্রোসেসো জানিয়েছে, ‘গডফাদার অপারেশন’ নামে দীর্ঘমেয়াদী একটি তদন্তের সূত্র ধরেই তিনি গ্রেফতার হন।
×