ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুইটার বিভ্রাটে বিপাকে ব্যবহারকারীরা

প্রকাশিত: ২০:১৫, ১৭ অক্টোবর ২০২০

টুইটার বিভ্রাটে বিপাকে ব্যবহারকারীরা

বিভ্রাটের কারণে টুইটার ব্যবহারকারীরা বড় ধরনের বিপাকের সম্মুখীন হয়েছেন। মাইক্রো ব্লগিং এই সাইটে বড় ধরনের বিভ্রাট দেখা দেয়ায় বিশ্বের নানা অংশের মানুষ প্ল্যাটফর্মটি এক ঘণ্টারও বেশি সময় ধরে ব্যবহার করতে পারেননি। বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো অনেক দেশের ব্যবহারকারীই এক ঘণ্টারও বেশি সময় ধরে জনপ্রিয় এ মাইক্রো ব্লগিং সাইটটি ব্যবহার করতে পারেননি এবং অনেকে ‘এরর মেসেজ’ পেয়েছেন। এ সময় টুইট করতে চাওয়া ব্যবহারকারীরা ‘সামথিং ওয়েন্ট রং’ এবং ‘টুইট ফেইলড : দেয়ারস সামথিং রং, প্লিজ ট্রাই এগেন লেটার’ লেখা বার্তা পেয়েছিলেন। সাইটের অভ্যন্তরীণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়ায় ব্যবহারকারীদের এ ‘অনভিপ্রেত’ বিভ্রাটের মুখোমুখি হতে হয়েছে বলে পরে জানিয়েছে এ সোশ্যাল মিডিয়া জায়ান্ট। -বিবিসি
×