ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু ঘরোয়া ফুটবল মৌসুম

প্রকাশিত: ১৯:৫৮, ১৬ অক্টোবর ২০২০

১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু ঘরোয়া ফুটবল মৌসুম

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল ফুটবল লীগ কমিটির এক সভা বৃহস্পতিবার মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি। সভায় সর্বসম্মতিক্রমে যে ৬টি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়, তা হলো : ১. আগামী ১৯ ডিসেম্বর থেকে `ফেডারেশন কাপ’-এর মাধ্যমে ২০২০-২১ মৌসুমের খেলা শুরু হবে, ২. আগামী ১ নবেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত খেলোয়াড় দলবদল অনুষ্ঠিত হবে, ৩. বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২০-২১ উপলক্ষ্যে সর্বোচ্চ ৪ বিদেশী খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে, যার মধ্যে নূন্যতম ১ জন অবশ্যই এশীয় হতে হবে, ৪. ২০১৯-২০ মৌসুমের খেলোয়াড়দের চুক্তির নূন্যতম ৩৫% অর্থ চলতি ২০২০-২১ ফুটবল মৌসুমে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃক সাইনিং মানি হিসেবে প্রদান করা হবে, ৫. কোন ক্লাব কর্তৃক খেলোয়াড় ছাড় করতে চাইলে উক্ত খেলোয়াড়দের নাম আগামী ৩০ অক্টোবরের মধ্যে জানাতে হবে এবং ৬. ঢাকা ও এর আশেপাশে মোট ৬টি ভেন্যু (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ বরকত স্টেডিয়াম-গাজীপুর, মোসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম-নরসিংদী, সাভারের বিকেএসপি ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম) পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লীগ-এর জন্য পরবর্তী সভায় ৩/৪ টি ভেন্যু চূড়ান্ত করা হবে।
×