ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্ত্রাসী হামলায় সাবেক জাতীয় ফুটবলার সুমন মারাত্নক আহত

প্রকাশিত: ১৯:৪১, ১৬ অক্টোবর ২০২০

সন্ত্রাসী হামলায় সাবেক জাতীয় ফুটবলার সুমন মারাত্নক আহত

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় স্থানীয় এক সন্ত্রাসীর আক্রমণে মারাত্মকভাবে আহত হয়েছেন বাংলাদেশ অ-১৯ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের দল টিম বিজেএমসির খেলোয়াড় সাব্বির আহমেদ সুমন। জনকণ্ঠকে ২২ বছর বয়সী সুমন জানান, ‘বৃহস্পতিবার আমাদের বাসার বাইরে রাস্তায় আমার ভাতিজির গায়ে হাত তোলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মোহাম্মদ দুলাল। আমি প্রতিবাদ করায় দুলাল ক্ষেপে গিয়ে আমাকে চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। আমার ডান হাত ও বাম হাতের আঙ্গুল কেটে গেছে মারাত্নকভাবে। আমাকে বাঁচাতে গিয়ে আহত হন আমার চেয়ে চার বছরের বড় আমার ভাই মোহাম্মদ সোহাগ। চাপাতির কোপে তার মুখমণ্ডল ভাগ হয়ে গেছে, ফুসফুস কেটে গেছে। আমার চেয়ে তার অবস্থাই বেশি গুরুতর।’ সুমনের ভাই বর্তমানে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।সেই হাসপাতালেই চিকিৎসা নিয়ে সুমন ইতোমধ্যেই ছাড়া পেয়ে নিজেদের বাসায় ফিরে গেছেন। বৃহস্পতিবারই স্থানীয় থানায় মোট পাঁচজনকে আসামী করে সুমন একটি মামলা দায়ের করেছেন। পুলিশ সেই চাপাতিটি উদ্ধার করলেও এখনও কোন আসামীকে আটক করতে পারেনি বলে সুমন জানান। বিসিএলে অগ্রণী ব্যাংক, বিপিএলে টিম বিজেএমসির হয়ে খেলেছেন সেন্টার ব্যাক পজিশনে খেলা সুমন। আসন্ন মৌসুমে ফরাশগঞ্জের হয়ে তার খেলার কথা। জাতীয় অ-১৯ দলের হয়ে ২০১৫ সালে অনুষ্ঠিত সাফ অ-১৫ চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন সুমন। বাফুফের এক কর্মকর্তাকে হামলার কথা জানিয়েছেন সুমন। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। তারা এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দৃষ্টি আর্কষণ করেছে, বাফুফে যেন সুমন ও তার ভাইয়ের পাশে দাঁড়ায়।
×