ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএল

ব্যাঙ্গালুরুকে সহজেই হারাল পাঞ্জাব

প্রকাশিত: ০১:০৬, ১৬ অক্টোবর ২০২০

ব্যাঙ্গালুরুকে সহজেই হারাল পাঞ্জাব

জনকণ্ঠ ডেস্ক ॥ শারজায় আইপিএলের লড়াইয়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাব জয় পেল ৮ উইকেটে। অধিনায়ক লোকেশ রাহুলের ৪৯ বলে অপারাজিত ৬১, ক্রিস গেইলের ৪৫ বলে ৫৩ এবং মায়াঙ্ক আগারওয়ালের ২৫ বলে ৪৫ রান পাঞ্জাবের জয় সহজ করে দেয়। খবর ওয়েবের। অন্যদিকে টস জিতে ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে ইসুর উদানা, মরিস ও অধিনায়ক বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংঝড়সহ ইনিংস শেষে ব্যাঙ্গালুরু দলীয় ৬ উইকেটে ১৭১ রান তুলে নেয়। ১৮ ওভার শেষে ৬ উইকেটে মাত্র ১৩৭ রান তুলতে পারে ব্যাঙ্গালুরু। প্রথম ৬ ওভারে সাড়ে নয় রেটে রান তোলা দলটি শেষ পর্যন্ত আর লড়াকু পুঁজি পাবে না মনে হচ্ছিল এমনটাই। ৩৯ বলে মাত্র ৩ বাউন্ডারিতে ৪৮ রান করে ১৮তম ওভারে সাজঘরে ফেরেন কোহলি। তবে শেষ দুই ওভারে ইনিংস ঘুরানোর চেষ্টা করেছিলেন ক্রিস মরিস আর ইসুর উদানা। পরের ইনিংসে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ৪৯ বলে ৬১ রানে অপারাজিত, ক্রিস গেইল ৪৫ বলে ৫৩ রানে রানআউট, মায়াঙ্ক আগারওয়াল ২৫ বলে ৪৫ রান করে ইয়ুজবেন্দ্র চাহালের বলে বোল্ড, নিকোলাস পুরান ১ বলে ৬ রান করে অপারাজিত থেকে এবং অতিরিক্ত ১২ যোগ হয়ে দলীয় রান ১৭৭ করে জয় নিশ্চিত করে পাঞ্জাব একাদশ।
×