ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভ্রাম্যমাণ ভূমিসেবা

প্রকাশিত: ০০:৩৬, ১৬ অক্টোবর ২০২০

ভ্রাম্যমাণ ভূমিসেবা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৫ অক্টোবর ॥ জেলার হোসেনপুরে জনগণের ভোগান্তি লাঘবে ভূমি অফিসের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমাণ ভূমি সেবা চালু করেছে উপজেলা ভূমি অফিস। সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান ব্যতিক্রমী ভূমি সেবা ভোগীদের দালালের খপ্পরে না পড়ার জন্যই ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছেন। উপজেলা ৬ ইউনিয়ন ও ১ পৌরসভায় প্রত্যন্ত অঞ্চলে সপ্তাহে ২ দিন পুরো অফিস নিয়ে হাজির থাকেন এই এসিল্যান্ড। ব্যতিক্রমী উদ্যোগের ফলে ই-নামজারি আবেদন, নামজারি (খারিজ) শুনানি, অনুুমোদিত নামজারি (ডিসিআর) ও খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর (খাজনা) দেয়াসহ ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান বা পরামর্শ দেয়া সম্ভব হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল বাজারে ভ্রাম্যমাণ ভূমি সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
×