ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ প্রকাশ হতে যাচ্ছে

প্রকাশিত: ০০:৩৪, ১৬ অক্টোবর ২০২০

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ প্রকাশ হতে যাচ্ছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সম্পাদনায় ১০ খণ্ডে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ প্রকাশ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে ১০ খণ্ডের জ্ঞানকোষের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে এ জ্ঞানকোষ প্রকাশ হবে। বাংলাদেশ সরকার ও এশিয়াটিক সোসাইটির যৌথ অর্থায়নে বিগত প্রায় ৬ বছর ধরে দেশব্যাপী মাঠপর্যায়ের জরিপ ও অন্যান্য প্রাথমিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে মহান মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিত এবং শুরু থেকে বিজয় অর্জন পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সামগ্রিক ঘটনাবলীর ছবি, মানচিত্রের ব্যবহারসহ প্রায় ৪ হাজার ভুক্তি আকারে এ জ্ঞানকোষে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের প্রয়াস এটিই প্রথম। বর্তমানে মুদ্রণের কাজ এগিয়ে চলছে। ১০ খণ্ডের মূল্য রাখা হয়েছে ১২ হাজার টাকা। তবে বৃহস্পতিবার থেকে প্রাক-প্রকাশনা বা আগাম বিক্রি শুরু হচ্ছে, যা আগামী ২০ নবেম্বর পর্যন্ত চলবে। এ সময় ১০ খণ্ডের জন্য মূল্য রাখা হয়েছে মাত্র ৬ হাজার টাকা। অনলাইনে বিকাশের মাধ্যমে কিংবা এশিয়াটিক সোসাইটির কাউন্টারে সরাসরি টাকা জমা দিয়ে বুকিং দেয়া যাবে। প্রয়োজনে যোগাযোগ- ০১৭১২-১২৮০৮৬, িি.িষরনবৎধঃরড়হঢ়বফরধ.ড়ৎম লিংক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
×