ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ভুয়া এএসপি ধরা

প্রকাশিত: ০০:৩৩, ১৬ অক্টোবর ২০২০

গাজীপুরে ভুয়া এএসপি ধরা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে প্রেমিকার কাছে প্রমাণ করতে গিয়ে স্পেশাল ব্রাঞ্চের এএসপি পচিয়দানকারী এক প্রতারক বৃহস্পতিবার মাওনা হাইওয়ে থানা পুলিশের কাছে ধরা পড়েছে। তার নাম কাওসার। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। মাওনা হাইওয়ে থানার ওসি এআরএম আল মামুন জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এক যুবতীকে সঙ্গে নিয়ে আসেন কাওসার। এ সময় ওই এলাকায় দায়িত্ব পালনরত হাইওয়ে পুলিশের কন্সটেবলদের কাছে তিনি নিজেকে গণভবনে পুলিশের এসবির সিনিয়র এএসপি হিসেবে পরিচয় দিয়ে ৩১তম বিসিএস এ নিয়োগ পেয়েছেন বলে জানান। বিষয়টি আমাকে মোবাইল ফোনে জানানো হলে আমি তাদের উড়াল সেতুর নিচে পুলিশ বক্সে বসিয়ে আপ্যায়নের জন্য বলি। পরে আমি পুলিশ বক্সে এসে দেখি ওই ব্যক্তি আমার চেয়ারে বসে আছে। তার কথাবার্তা ও আচরণ সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে সে প্রকৃত পরিচয় স্বীকার করে। এ সময় তার সঙ্গে থাকা ওই যুবতী কৌশলে সটকে পড়েন। আটককৃতের কাছ থেকে গণভবনের একটি পরিচয়পত্র এবং বাংলাদেশ পুলিশের লগো ও বাংলাদেশ পুলিশ লেখা যুক্ত ফিতা জব্দ করা হয়েছে। ওসি আরও জানান, গত কয়েকদিন আগে ওই যুবতীর সঙ্গে সিনিয়র এএসপি হিসেবে মোবাইল ফোনে পরিচয় হয় কাওসারের। পচিয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যুবতীর কাছে কাওসার নিজেকে এএসপি প্রমাণ করতে এসেছিল বলে আটক কাওসার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
×