ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণাঞ্চলের নৌ-পথ খনন শুরু

প্রকাশিত: ০০:৩১, ১৬ অক্টোবর ২০২০

দক্ষিণাঞ্চলের নৌ-পথ খনন শুরু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আসন্ন শুকনো মৌসুমে চলাচলের উপযোগী করতে বরিশাল বিভাগের বিভিন্ন নৌ-রুটের ৩০টি পয়েন্টের ১২ কিলোমিটার নৌ-পথ খনন কার্যক্রম বৃহস্পতিবার সকালে শুরু করা হয়েছে। যা আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে কীর্তনখোলা নদীর বরিশাল বন্দর সংলগ্ন খেয়াঘাট (রকেট ঘাট) এলাকা থেকে নৌপথে খনন কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বিভাগের মোট ১২ কিলোমিটার নৌ-পথ খনন করা হবে। যেখান থেকে ১৪ লাখ ঘণমিটার বালু অপসারণ করা হবে। আর এ খনন কাজের ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি টাকা। এর মধ্যদিয়ে শুকনো বা শীতের মৌসুমে নৌপথকে সচল রাখা সম্ভব হবে। তিনি আরও বলেন, ভাঙন ও বর্ষায় উজান থেকে নেমে আসা পানির সঙ্গে আমাদের দেশের নদ-নদীর প্রচুর বালু বা পলিমাটি বঙ্গোপসাগরে যায়।
×