ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা

প্রকাশিত: ০০:৩০, ১৬ অক্টোবর ২০২০

কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করতে গিয়ে দখলবাজদের বাধার মুখে ফিরে আসতে বাধ্য হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে পুলিশ-আনসার সদস্যরা উচ্ছেদ অভিযানে গিয়ে দখলবাজদের মারমুখী অবস্থান প্রত্যক্ষ করে শান্তিভঙ্গের আশঙ্কায় ফিরে যায়। জানা যায়, সৈকত সড়কের কলাতলী সুগন্ধা পয়েন্টে অবৈধ দখলদার ভূমিদস্যু সেই ৫২ জনের স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবার দুপুরে অভিযানে নামলে বাধা দিয়ে জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে প্রশ্নের সম্মুখীন করেছে দখলবাজরা। কক্সবাজারে রাজনৈতিক প্লাট ফরমে ভিন্ন হলেও সরকারী জায়গা দখলে স্বার্থের খাতিরে আওয়ামী লীগ, বিএনপি-জামায়াত একাট্টা হয়ে এমন অন্যায় কাজ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও সদর সহকারী কমিশনারের নেতৃত্বে দুটি বুলডোজারসহ শতাধিক পুলিশ-আনসারসহ বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রশাসনের লোকজন বিচ সড়কের সুগন্ধা পয়েন্টে উচ্ছেদ অভিযানে যান। তবে অবৈধ দখলকারীরা উচ্ছেদে বাধা দেয়। ভাড়া করা লোকজন নিয়ে অবৈধ দোকান মালিকরা সেখানে অবস্থান করে। উচ্ছেদ শুরু হলেই নিশ্চিত একাধিক লাশ পড়ত সেখানে। পরিস্থিতি মোকাবেলা করতে শান্তিভঙ্গের সম্ভাবনা ছিল। তাই প্রশাসনের লোকজন ফিরে আসতে বাধ্য হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মোক্তার বলেন, দুপুর ১২টার দিকে সুগন্ধা পয়েন্টে অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়। উচ্ছেদে এসে দোকানদারদের ঘণ্টাখানেক সময় দেয়া হয়, যাতে তারা নিজেদের মূল্যবান মালামাল সরিয়ে নিতে পারে। মালামাল সরিয়ে নেয়ার পর উচ্ছেদ করা হবে। এ বিষয়ে সকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও চলে। দখলবাজরা ভাড়াটে লোকজন এনে জড়ো করে রাখে।
×