ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা নেগেটিভ জাহানারা-সালমারা

প্রকাশিত: ২৩:৫৪, ১৬ অক্টোবর ২০২০

করোনা নেগেটিভ জাহানারা-সালমারা

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে বিরতি কাটিয়ে অনেকদিন ধরেই একক, দলগত ও গ্রুপভিত্তিক অনুশীলন করছিলেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা। মিরপুর একাডেমিতে ৬/৭ জন একসঙ্গে অনুশীলন শুরু করেন গত সপ্তাহে। অবশেষে মঙ্গলবারই প্রথম তারা করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। মূলত জাহানারা আলম ও সালমা খাতুন ২১ অক্টোবর আরব আমিরাতে উইমে›স টি২০ চ্যালেঞ্জ খেলতে যাবেন সে জন্য তাদের করোনা টেস্ট জরুরী হয়ে পড়েছিল। তাই এ দু’জনের সঙ্গে বাকিদেরও করোনা টেস্ট করা হয়। তাদের সবাই করোনা নেগেটিভ হয়েছেন। অন্য ৫ ক্রিকেটার হচ্ছেন- নাহিদা আক্তার, শামিমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, লতা ম-ল ও রাবেয়া খান। ক্রিকেটার, কোচ, ফিজিওসহ ১০ জনই করোনা নেগেটিভ হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ। মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স চ্যালেঞ্জে টি২০ খেলতে যাওয়ার আগে জাহানারাদের দ্বিতীয় দফা করোনা টেস্ট হবে ১৯ অক্টোবর।
×