ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা শঙ্কায় অনুর্ধ-১৯ দলের ক্যাম্প স্থগিত

প্রকাশিত: ২৩:৫৩, ১৬ অক্টোবর ২০২০

করোনা শঙ্কায় অনুর্ধ-১৯ দলের ক্যাম্প স্থগিত

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক সাবধানতা অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। অনুর্ধ-১৯ দলের দ্বিতীয় দফা স্কিল ক্যাম্পে করোনার হানা হয়তো লেগেই গেল। বিকেএসপিতে ৪ সপ্তাহের চলমান এই ক্যাম্পটি মাঝপথেই স্থগিত হয়ে গেছে ২ ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফের করোনা উপসর্গ দেখা দেয়ায়। উপসর্গ থাকা ৩ জনকে ইতোমধ্যেই আইসোলেশনে নেয়া হয়েছে। বুধবার থেকে স্থগিত রাখা হয়েছে চলমান ক্যাম্প। কবে এই ক্যাম্প আবার চালু হবে তা নিশ্চিত নয়। তবে পুনরায় ক্যাম্প শুরুর আগে ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সকলের করোনা টেস্ট হবে এবং যাদের নেগেটিভ ফল আসবে তাদেরই সুযোগ থাকবে ক্যাম্পে থাকার। এদিকে অনুর্ধ-১৯ এশিয়া কাপ স্থগিত হওয়ায় ৪ সপ্তাহের ক্যাম্প কমিয়ে ৩ সপ্তাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। তিনি বলেন, ‘যে দুয়েকজনের করোনা উপসর্গ দেখা দিয়েছে তাদের আইসোলেটেড করে রেখেছি, ওদের রুমমেটকেও আসোলেটেড করে রেখেছি। তারপর সর্তকতার অংশ হিসেবে বাকিদেরও দেখতে চাচ্ছি। শনিবার অথবা রবিবার থেকে আবার শুরু করব যদি দরকার হয় আরও একদিন বাড়াব।’ ক্যাম্পটি শুরু হয় মূলত নবেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় যুব এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে। কিন্তু করোনা সঙ্কটে এশিয়া কাপ স্থগিত হয়ে যাওয়ায় ক্যাম্পের মেয়াদ ৪ সপ্তাহ থেকে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানান কায়সার।
×