ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেইমারের প্রশংসায় পঞ্চমুখ রোনালদো

প্রকাশিত: ২৩:৫৩, ১৬ অক্টোবর ২০২০

নেইমারের প্রশংসায় পঞ্চমুখ রোনালদো

জিএম মোস্তফা ॥ বিশ্বকাপের বাছাইপর্বে উড়ন্ত সূচনা করেছে ব্রাজিল। নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই বড় জয় পেয়েছে সেলেসাওরা। বুধবার সকালে দ্বিতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন নেইমার। তাতেই পেরুর বিপক্ষে ৪-২ গোলের বড় জয় পায় তিতের দল। শুধু তাই নয় এই ম্যাচে হ্যাটট্রিক করে নতুন এক কীর্তিও গড়েন প্যারিস সেইন্ট জার্মেই ফরোয়ার্ড। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছেন নেইমার। স্বদেশী তারকার এমন পারফর্মেন্সে মুগ্ধ রোনালদো। হ্যাটট্রিক করে নিজের রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় দ্য ফেনোমেনন নিজেই প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন নেইমারকে। বার্সিলোনার সাবেক তারকা ফুটবলার নেইমারের এমন কীর্তিতে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘নেইমারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। দারুণ খেলছে। গোল করাতে সহায়তাও করছে। ড্রিবল করছে। আকাশই ওর সীমানা। উড়তে থাকো। কি চমৎকার গল্পই না লিখে চলেছ।’ নেইমার যে এখন আরও পরিণত, সেটাই প্রকাশ পেয়েছে রোনালদোর লিখনীতে। যাকে দেখলে এখন গর্ব অনুভব করেন দেশটির বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি। তিনি লিখেছেন, ‘একজন পরিপূর্ণ ও পরিপক্ব খেলোয়াড়। বিস্ময়কর। মাঠের সব চাপ জয় করে আপন আলোয় আলোকিত করে চলেছে সে। তুমি অনেক রেকর্ড ছাপিয়ে যাচ্ছ এবং নিজের ছাপ রাখছ। একজন ব্রাজিলিয়ানকে এভাবে শীর্ষে দেখতে গর্ব হয়।’ দেশের জার্সিতে গোলসংখ্যায় রোনালদোকে পেছনে ফেলে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন নেইমারও। পেরুর ম্যাচ শেষেই টুইটারে তিনি লিখেছিলেন, ‘আপনার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ফেনোমেনন রোনালদো।’ বিশ্বকাপের বাছাইপর্বে নেইমারের খেলা নিয়ে সংশয় ছিল এবার। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচ থেকেই মিশন শুরু করেন ব্রাজিলিয়ান ফুটবলের এই তরুণ। যদিওবা সেই ম্যাচে কোন গোলের দেখা পাননি নেইমার। তবে সতীর্থদের দিয়ে করিয়েছেন ঠিকই। দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চেনালেন পিএসজি তারকা। পেরুর বিপক্ষে হ্যাটট্রিক করে জাতীয় দলের জার্সিতে গোলসংখ্যাটাকে নিয়ে যান ৬৪তে। আর তাতেই ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদোকে ছাড়িয়ে যান তিনি। নেইমারের সামনে এখন কেবল পেলে। যে কারণে এই মুহূর্তে পেলের গোলের রেকর্ডকে ছাড়িয়ে যেতেই চোখ রাখছেন ২৮ বছর বয়সী নেইমার। কেননা ৭৭ গোল নিয়ে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে অবস্থান পেলের। ব্রাজিলিয়ান ফুটবলের এই জীবন্ত কিংবদন্তিকে স্পর্শ করতে নেইমারের প্রয়োজন আর মাত্র ১৩ গোল। স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে হলে নেইমারকে করতে হবে আরও ১৪ গোল। সেলেসাওদের জার্সিতে যেভাবে নিয়মিত গোল করেন তাতে নেইমারের জন্য পেলেকে স্পর্শ করাটা এখন কেবলই সময়ের ব্যাপার। ৯৮ ম্যাচ খেলে ৬২ গোল করে ২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদো নাজারিও এতদিন তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন। বুধবার ভোরে পেরুর বিপক্ষে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলের মাধ্যমে রোনালদোর রেকর্ডে ভাগ বসান নেইমার। পরবর্তীতে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলের মাধ্যমে কিংবদন্তি সেই স্ট্রাইকারকে ছাড়িয়ে যান তিনি। রোনালদোকে ছাড়িয়ে যেতে নেইমার তার পূর্বসূরির চেয়ে পাঁচ ম্যাচ বেশি খেলেছেন। ১০৩ ম্যাচ খেলে এই অর্জন করেছেন নেইমার। আর শীর্ষে থাকা পেলে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেন। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। সেই যে শুরু, তার পরের গল্পটা শুধুই এগিয়ে চলার। তরুণ প্রতিভাবান এই ফুটবলার তার অভিষেক ম্যাচেই গোল পেয়েছিলেন। পেরুর বিপক্ষে তার হ্যাটট্রিকটি ব্রাজিলের হয়ে নেইমারের চতুর্থ। ২০১২ সালে চীনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন নেইমার। এরপর দক্ষিণ আফ্রিকা এবং জাপানের (৪ গোল করেছিলেন) বিপক্ষে প্রীতি ম্যাচেও হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন তিনি।
×