ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল

ধোনির ভয়ে ওয়াইড দিলেন না আম্পায়ার

প্রকাশিত: ২৩:৪২, ১৫ অক্টোবর ২০২০

ধোনির ভয়ে ওয়াইড দিলেন না আম্পায়ার

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক সুপারস্টার ক্রিকেটারই তার আচরণ দিয়ে ম্যাচে প্রভাব বিস্তার করতে চান। ফলে মাঠে তাদের বিপরীতে সিদ্ধান্ত দিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন আম্পায়ার। ইতিহাসে এমন বাজে ঘটনার উদহারণ কম নয়। সেখানে আরও একবার যুক্ত হলো মহেন্দ্র সিং ধোনির নাম। দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে করোনাকালের আইপিএলে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। সেদিনই ঘটেছে এমন ঘটনা। হায়দরাবাদের ইনিংসের ১৯তম ওভার। বল করছিলেন চেন্নাইর শার্দুল ঠাকুর। ওভারের দ্বিতীয় বলে ওয়াইড ডাকেন আম্পায়ার। পরের বলও একই লেন্থে। দুই হাত তুলে আবারও ওয়াইড দিতে উদ্যত আম্পায়ার পল রাইফেল। কিন্তু উইকেটের পেছন থাকা ধোনি সিদ্ধান্ত মেনে নিতে না পেরে চিৎকার করে ও শরীরী ভাষায় আপত্তি জানান। ওয়াইড না দিয়ে আম্পায়ার রাইফেলও হাত নামিয়ে ফেলেন! টিভি রিপ্লেতে দেখা যায়, শার্দুল ঠাকুরের বল ছিল ওয়াইডের দাগের বাইরে। ব্যাটিংয়ে থাকা রশিদ খানও ব্যাটে বল স্পর্শ করতে পারেননি। ওয়াইড দিতে দিতেও বোলার এবং ধোনির আপত্তির মুখে আম্পায়ার তার সিদ্ধান্তে বদল আনেন। আম্পায়ারের কাে ডাগআউট থেকে উঠে দাঁড়িয়ে শরীরী ভাষায় বিস্ময় প্রকাশ করেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। এমনকি ধারাভাষ্যকক্ষে থাকা কমেন্টটেররাও ধোনির চিৎকারের কারণে ওয়াইড দেননি আম্পায়ার এমন দাবি তোলেন। কেভিন পিটারসেন, সুনীল গাভাস্কারে মতো গ্রেটও তাতে একমত প্রকাশ করেন। ধোনির ভয়ে কি তবে ওয়াইড দেননি আম্পায়ার? আইপিএলের ম্যাচে এই কা নিয়ে এখন চলছে তুমুল বিতর্ক। আইপিএলের গত আসরেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে এক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ডাগআউট থেকে মাঠের ভেতরে ছুটে গিয়ে আম্পায়ের সঙ্গে তর্ক জুড়ে দিয়ে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনেছিলেন ধোনি।
×