ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেশন্স লীগে স্পেনের হার, জার্মানির ড্র

প্রকাশিত: ২৩:৪১, ১৫ অক্টোবর ২০২০

নেশন্স লীগে স্পেনের হার, জার্মানির ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা নেশন্স লীগ ফুটবলে প্রথম হারের স্বাদ পেয়েছে স্পেন। অন্যদিকে আবারও ড্র করেছে জার্মানি। মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক ইউক্রেনের কাছে ১-০ গোলে হেরেছে সার্জিও রামোসের স্পেন। একই গ্রুপে ঘরের মাঠে সফরকারী সুইজারল্যান্ডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ইউরোপের পাওয়ার হাউস জার্মানি। ইউক্রেনের মাঠে প্রাধান্য বিস্তার করে খেলেও গোল মিসের মাশুল দিতে হয়েছে স্পেনকে। ৭২ শতাংশ বল দখলে নিয়েও হারতে হয়েছে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের ৭৬ মিনিটে ইউক্রেনের হয়ে জয়সূচক গোলটি করেন তিশানকভ। সুইসদের বিরুদ্ধে দুইবার পিছিয়ে পড়েও ড্র করায় স্বস্তি প্রকাশ করেছেন জার্মান কোচ জোয়াকিম লো। বাসেলে দু’দলের প্রথম লেগের ম্যাচও ১-১ গোলে ড্র হয়েছিল। আগের ম্যাচে স্পেনের কাছে হার মানা সুইজারল্যান্ড পঞ্চম মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায়। কর্নারে রেমো ফ্রয়লার হেড করার পর ফিরতি হেডে জাল খুঁজে নেন মারিও গাভরানোভিচ। ২৬ মিনিটে জার্মানি দ্বিতীয় গোল হজম করে নিজেদের ভুলে। মাঝমাঠে টনি ক্রুস বল হারানোর পর জারদান শাকিরি তা বাড়ান সেফেরোভিচকে। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্রস আলতো টোকায় পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক ম্যানুয়েল নিউয়েরের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন ফ্রয়লার। দুই গোল হজমের পর ২৮ মিনিটে ঘুরে দাঁড়ানো গোলের দেখা পায় জার্মানি। কাই হাভার্টজ থেকে পাওয়া বল নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যে পৌঁছে দেন টিমো ওয়ার্নার। দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানির হাভার্টজের শট পোস্টে লেগে ফেরার পর ৫৫ মিনিটে তার গোলেই সমতা ফেরায় জার্মানি। পরের মিনিটে ফের এগিয়ে যায় সুইসরা। জোরালো শটে গোল করেন গাভরানোভিচ। এর চার মিনিট পরই ওয়ার্নারের ব্যাক পাসে সার্জেই জিনাব্রির বুদ্ধিদ্বীপ্ত ব্যাক হিলে জার্মানিকে তৃতীয়বার সমতায় ফেরান। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ম্যাচ শেষ হয়।
×