ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিবি প্রেসিডেন্টস কাপ

আজ তামিম-নাজমুল একাদশ ম্যাচ

প্রকাশিত: ২৩:৩৯, ১৫ অক্টোবর ২০২০

আজ তামিম-নাজমুল একাদশ ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ বিসিবি প্রেসিডেন্টস একাদশের দুটি ম্যাচ হয়ে গেছে। প্রথমটিতে মাহমুদুল্লাহ একাদশের বিরুদ্ধে ৪ উইকেটে নাজমুল একাদশ জিতেছে। দ্বিতীয়টিতে তামিম একাদশের বিরুদ্ধে বৃষ্টি আইনে ৫ উইকেটে মাহমুদুল্লাহ একাদশ জিতেছে। তামিম একাদশ এখনও জিততে পারেনি। আজ নাজমুল একাদশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তামিম একাদশের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ। পয়েন্ট তালিকা ফাঁকা হয়ে আছে তামিম একাদশের। আজ জিতে পয়েন্ট ভরতে চান তারা। কিন্তু নাজমুল একাদশ কী তা হতে দেবে? তৌহিদ হৃদয় প্রথম ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নাজমুল একাদশকে জিতিয়েছেন। এবার জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীমের ওপর ভরসা রেখে আবারও ম্যাচ জিততে চান হৃদয়। প্রথম ম্যাচে তৌহিদ হৃদয় (৫২) ও ইরফান শুকুর (৫৬*) মিলে ষষ্ঠ উইকেটে ১০৫ রানের জুটি গড়ে ম্যাচ জেতান। দলটির মুশফিক ১ রানেই আউট হয়ে যান। কঠোর পরিশ্রম করা এ ব্যাটসম্যান ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। তবে এবার মুশফিক ঝলকানি দেখাবেন, সেই আশা করছেন হৃদয়। তিনি বলেছেন, ‘তামিম ভাইরা অনেক শক্ত প্রতিপক্ষ। মুস্তাফিজ ভাই আছে, আরও ভাল ভাল বোলার আছে। মাঠে গিয়ে কীভাবে নিজেদের কাজ ঠিকমতো করতে পারব সেদিকে মনোযোগ রাখছি। আগের ম্যাচে টপ অর্ডারসহ যেখানে যেসব ভুল হয়েছে পরের ম্যাচে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। আমাদের দলে দেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ভাই আছে। উনি বাংলাদেশের ডিপেন্ডেবল। উনার মতো খেলোয়াড় দলে থাকায় আমরা অনেক প্রেরণা পাই। আশা করি মুশফিক ভাই খুব তাড়াতাড়ি ভাল ইনিংস খেলবে। বড় খেলোয়াড়, বড় ম্যাচেই রান করবেন ইনশাআল্লাহ্?। আমরাও? ভাল কিছু করব।’ সঙ্গে যোগ করেন, ‘আমাদের দলের সবচেয়ে সেরা দিক বললে বলব ফিল্ডিংয়ের কথা। মাঠে সবাই খুব এ্যাকটিভ থাকে, নিজেদের সর্বোচ্চটা দিয়ে বল সামলানোর চেষ্টা করে। আমাদের বেশিরভাগই তরুণ। তাই সবাই নিজের দিক সম্পর্কে সচেতন। যেখানেই খেলি না কেন সবসময় চাই যেন মানসম্পন্ন ও কঠিন বোলারকেই মোকাবেলা করি। এতে আত্মবিশ্বাস পাওয়া যায়। এই টুর্নামেন্টে নিজেকে আরও হাইলাইট করতে চাই। দীর্ঘদিন পর মাঠে ফিরে ভাল লাগছে।’ মাহমুদুল্লাহ একাদশ হেরেছে নাজমুল একাদশের কাছে। আর সেই মাহমুদুল্লাহ একাদশের কাছে হেরেছে তামিম একাদশ। নাজমুল একাদশের সঙ্গে কী কুলিয়ে উঠতে পারবে তামিম একাদশ? দলে তামিম আছেন। যিনি প্রথম ম্যাচে দীর্ঘদিন পর ব্যাট হাতে নেমে ২ রানেই আউট হন। মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়রাও ব্যর্থ হয়েছেন। তাতে করে ১০৩ রানেই গুটিয়ে যায় তামিম একাদশ। এরপর কী আর ম্যাচ জেতা যায়? মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাইজুলরাই বা বল হাতে আর কী করতে পারতেন। তাই হার হয়েছে। এবার না জিতলে টানা দুই ম্যাচ হার হবে তামিম একাদশের। আর নাজমুল একাদশ জিতলে টানা দুই ম্যাচে জয় হয়ে যাবে। তবে ম্যাচটিতে তামিম ও মুশফিকের ব্যাটিংয়ের দিকেই বিশেষ নজর থাকবে। প্রথম ম্যাচে দুইজনই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ম্যাচে দুই ব্যাটসম্যানের কাছ থেকেই বড় ইনিংস আশা করা হচ্ছে।
×