ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ জেলেসহ ৩১ ট্রলার আটক

প্রকাশিত: ২৩:৩১, ১৫ অক্টোবর ২০২০

৭ জেলেসহ ৩১ ট্রলার আটক

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৪ অক্টোবর ॥ মঙ্গলবার রাত থেকে ২৪ ঘণ্টায় ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের চেষ্টাকালে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৭ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৩১টি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। আড়াই লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। এছাড়াও পদ্মা নদীর তীর থেকে ৬টি অস্থায়ী খাবার হোটেল ও ২টি মাছের অস্থায়ী আড়ত অপসারণ করা হয়েছে। জাজিরা উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হয়েছে ১৪ অক্টোবর প্রথম প্রহর থেকে। আরেক ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য কোর্ট রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলায় আরেক ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। ঢাকা সিএমএম আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেট মোঃ সারাফুজ্জামান আনছারী এ সাক্ষ্য দেন। তিনি বুধবার ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন। হত্যা মামলার আসামি মেফতাহুল ইসলাম জিয়ন এবং মোঃ মনিরুজ্জামান মনিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করেন ওই ম্যাজিস্ট্রেট। আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে ওই জবানবন্দী প্রদান করেছিলেন মর্মে বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান বেলা সাড়ে ১১টা থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু করেন।
×