ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাগর-রুনী হত্যা ॥ ৭৫ বার পেছাল প্রতিবেদন জমার তারিখ

প্রকাশিত: ২৩:৩১, ১৫ অক্টোবর ২০২০

সাগর-রুনী হত্যা ॥ ৭৫ বার পেছাল প্রতিবেদন জমার তারিখ

কোর্ট রিপোর্টার ॥ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ফের পেছাল। পূর্বনির্ধারিত দিন বুধবার প্রতিবেদন দাখিল করতে পারেননি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আগামী ২২ নবেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ করেছেন। এ নিয়ে ৭৫ বার পেছাল প্রতিবেদন জমা দেয়ার তারিখ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনী তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পুলিশ থেকে গোয়েন্দা পুলিশ হয়ে বর্তমানে র‌্যাব মামলাটির তদন্ত করছে। গত ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা হাইকোর্টে দাখিল করা অগ্রগতির প্রতিবেদনে বলেন, এই হত্যাকা-ে দু’জন অপরিচিত ব্যক্তি জড়িত। সাগরের হাতে বাঁধা চাদর এবং রুনীর টি-শার্টে ওই দুই ব্যক্তির ডিএনএ থাকার প্রমাণ মিলেছে। অপরাধীদের শনাক্ত করতে ডিএনএ রিপোর্ট প্রস্তুতকারী দুটি মার্কিন ল্যাবের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
×