ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশ বক্সে বিস্ফোরণ

নব্য জেএমবির আরও ছয় জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ২৩:২৭, ১৫ অক্টোবর ২০২০

নব্য জেএমবির আরও ছয় জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নব্য জেএমবির ৬ সদস্য। মঙ্গলবার বিকেল থেকে বুধবার ভোর পর্যন্ত বান্দরবান ও চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, ইতিপূর্বে মহানগরীতে সংঘটিত একটি পুলিশ ট্রাফিক বক্সে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে এরা জড়িত। গ্রেফতারকৃতরা হচ্ছে মফিদুল আলম, জহির উদ্দিন, মইন উদ্দিন, আবু সাদেক, রহমত উল্লাহ ও মোঃ আলাউদ্দিন। এ নিয়ে পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ১০। এরা সকলেই নিষিদ্ধ নব্য জেএমবির সদস্য বলে নিশ্চিত করেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ)। সিটিইউর অতিরিক্ত উপ-কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন, মহিদুল ও জহিরকে বান্দরবান জেলা শহরের কলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা এবং বাকি চারজনকে লোহাগাড়া উপজেলার দরগাহ মোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর এ ছয়জনই পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, এদের মধ্যে সাদেক বোমাটি পুলিশ বক্সের ভেতরে রেখে আসে। আর আকিবের বোমা তৈরিতে বিশেষ প্রশিক্ষণ রয়েছে। বহুরূপী প্রতারক গ্রেফতার ॥ এদিকে, র‌্যাব সেভেন মঙ্গলবার রাতে মহানগরীতে এক বহুরূপী প্রতারককে গ্রেফতার করেছে। তার নাম মাসুদ রানা। তার হেফাজত থেকে নকল একটি পিস্তল, একটি ওয়াকিটকি সেট, একজোড়া বুট, আটটি চাকু, একটি চাইনিজ কুড়াল, দুটি পত্রিকার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত এ প্রতারক কখনও সাংবাদিক, কখনও গোয়েন্দা পুলিশ, কখনও বন্দরের নিরাপত্তা কর্মকর্তাসহ বিভিন্ন পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করত।
×