ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীতিবান মানুষ কই!

প্রকাশিত: ২১:০৮, ১৫ অক্টোবর ২০২০

নীতিবান মানুষ কই!

অনেক চড়াই-উতরাই পার হয়ে আজ আমরা স্বাধীনতার সম্পদ লাভ করেছি। কিন্তু এই স্বাধীনতাকে সুন্দর করার শপথে যে দীপ্ত হইনি তা আমাদের সমাজের দুর্নীতির অগ্রগমন দেখে বোঝা যায়। আমাদের জাতীয় জীবনে দুর্নীতি একটি মারাত্মক সমস্যা হিসেবে চিহ্নিত। শত চেষ্টার মাঝেও সমাধানের কোন অগ্রগতি নেই। গুটিকতক মানুষ আত্মস্বার্থে নিজের মূল্যবোধ, স্বচ্ছতা, বিবেক বিসর্জন দিয়ে নীতিহীনতার পথে জাতিকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। সংক্রামক ব্যাধির মতো তা আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়ছে। আজ আমরা দুর্নীতির হাতে বন্দী। যাদের আমরা আলোকের অধিকার দিয়েছি তারা আজ প্রদীপের নিচের অন্ধকারের মতো সমস্ত অন্যায়কে আপন ছায়ায় পোষণ করছে। এর বিরুদ্ধে কিছু বলতে গেলে বিপন্ন হবার সম্ভাবনা থাকে। ব্যক্তি জীবনে, শিক্ষাপ্রতিষ্ঠানে, রাজনীতিতে, প্রশাসনিক কর্মকা-ে, চাকরি জীবনে ইত্যাদি আজ দুর্নীতির একচ্ছত্র আধিপত্য। অফিস, আদালতে কোন কাজ করতে গেলে ঘুষ ছাড়া কাজ হয় না। সম্প্রতি এই মহামারী সময়ে যখন চারদিকে হাহাকার তখন সেই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান দুর্নীতি কাজে ব্যস্ত। দুর্নীতি করে প্রচুর অর্থ আয় করেছে। তাছাড়া ডাঃ সাবরিনা, আব্দুল মালেকের মতো আরও কত মানুষ আছে যারা এই মহামারীর সময় দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হন। যারা উন্নয়নের অর্থ আত্মসাৎ করে আখের গুছাচ্ছে কেউ কেউ। বিবেকবান গুটিকয়েক মানুষ অসহায় বিমূঢ় চোখে চেয়ে আছে শুধু তাদের প্রতিবাদের ভাষা নেই। অথচ দুর্নীতি দূর করার ক্ষমতা আমার আপনার আছে। প্রয়োজন শুধু আমার আপনার স্বচ্ছতা, নীতিবান, সচেতনতা, সৎ মূল্যবোধ কল্যাণকর অনুভব। মানুষের মধ্যে থাকা নৈতিক মূল্যবোধগুলো জাগিয়ে তুলতে হবে। কারণ একজন নৈতিক মনের মানুষ কখনও দুর্নীতি করতে পারে না। বরং দুর্নীতি করা থেকে অন্যকে বিরত রাখে। নীতিবান মানুষ সর্বদা তার কাজের প্রতি স্বচ্ছ ও নীতিবান থাকে। কোন অনৈতিক কাজ তাকে স্পর্শ করতে পারে না। মনে রাখবেন আপনার মহান মূল্যবোধ ও নীতিবানের জন্য লাখ লাখ মানুষের মুখে হাসি ফুটে। আর আপনার সমান্য ভুলের জন্য লাখ লাখ মানুষের চোখে জল আসে। প্রশ্ন করুন আমি কী নীতিবান না নীতিহীন? আপনি কি দায়িত্বে স্বচ্ছ না অস্বচ্ছ? কারণ আপনার উপর হাজার মানুষ চেয়ে আছে। সুতরাং দেশে যদি নীতিবান, মূল্যবোধ ও বিবেক সম্পন্ন মানুষ সংঘদ্ধ হয় তাহলে দুর্নীতি নামক ব্যাধি দূর হতে বাধ্য। নীতিবান মানুষই পারে দুর্নীতি দমন করতে। আসুন দুর্নীতি নামক ব্যাধি দূর করতে নিজেকে ও অন্যকে নীতিবান ও স্বচ্ছ মানুষ হতে উৎসাহিত করি। নেত্রকোনা, সুসং দুর্গাপুর থেকে
×