ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাসান মাহমুদ আলিফ

ঘুষ বন্ধ হবে কবে

প্রকাশিত: ২১:০৭, ১৫ অক্টোবর ২০২০

ঘুষ বন্ধ হবে কবে

আমাদের মানসিক গঠনটাই এমন যে খুব সহজেই একটা দুঃখের সংলাপ বলে বা একটা নীতি কথা বলে বা একটা সিস্টেমের দোহাই দিয়ে অনেক অবৈধ কাজকে খুব সহজেই আমাদের কাছে বৈধ করে ফেলা যায়। সাম্প্রতিক ঘুষ আদান-প্রদান তেমনই একটা বিষয়। আমরা সবাই জানি ঘুষ আদান-প্রদান খুব অন্যায় কাজ, ঘুষের কারণে অনেক অযোগ্য লোক শুধু টাকার জোরে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। যার ফলে আমদের দেশের অফিস-আদালতের স্বাভাবিক কার্যক্রম অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে। ইসলাম ধর্মেই তো ঘুষ আদান-প্রদানের ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, সেই সঙ্গে পরকালেও কঠিন শাস্তির কথা বলা হয়েছে। তাই বলে কি মুমিন মুসলমানরা ঘুষ দেয়া ও নেওয়া থেকে বিরত থাকছে? নাকি সেটা অন্য ধর্মের লোকজন করছে? না,তা কি করে হয়। এই আমরাই তো মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে ৯০% মুসলমানের দেশ বলে গলা ফাটাই। একটা দেশের ৯০% লোক যদি ঘুষ আদান-প্রদান থেকে বিরত থাকে তাহলে তো খুব সহজেই বাকি ১০% জনগোষ্ঠীকেও ঘুষ থেকে বিরত রাখা যায়। কিন্তু তাতো হচ্ছে না। মানে দাঁড়ায় হল ১০% এর সঙ্গে সঙ্গে ৯০% মুমিনও এর সঙ্গে জড়িত, নাকি ৯০%-এর সঙ্গে ১০%? সেটা একটা হলেই হলো। কথায় আছে যে ‘চোরে চোরে মাসতুতো ভাই।’ আমরা কথায় কথায় সুযোগ ফেলে ঘুষ নিয়ে বিরাট লেকচার দেই, নীতি কথা বলতে বলতে মুখে ফেনা উঠাই। দেশটা শেষ হয়ে গেল, সিস্টেম খারাপ এই সেই আরও কত কি। দিন শেষে তাদেরই আবার বলতে শুনি ‘পাঁচ-দশ লাখ নিয়ে রেডি আছি, দেয়ার মতো বিশ্বস্ত লোক পাচ্ছি না। একবার হয়ে গেলেই টাকা তুলতে এক বছরও লাগবে না!’ এই তাদেরই যদি কেউ নিষেধ করতে যায় তারা বলবে ‘এটা তো সিস্টেম হয়ে গেছে না দিয়ে উপায় কি?’ সিস্টেম কে বানিয়েছে? আমরাই তো নাকি? তাহলে কথায় কথায় সিস্টেমের দোহাই দেই কেন? আমি যদি আমার জায়গা থেকে প্রতিজ্ঞা করি ঘুষ দিয়ে চাকরি নেব না, কখনও ঘুষ খাবও না। কে তাহলে আমকে আটকাতে পারে। সিস্টেমের দোহাই দিয়ে কি আমরা তাহলে একটা অবৈধ কাজকে ঢাকতে গিয়ে আরেকটা অবৈধ কাজকে বৈধতা দিচ্ছি না? হ্যাঁ, আমরা বলতে পারি আমদের দেশের সর্বোচ্চ পর্যায় থেকে ঘুষ, দুর্নীতি বন্ধে আরও কঠোর হতে হবে। দুদক নামে প্রতিষ্ঠানটিকে নখদন্তহীন বাঘরূপে বসে না থেকে সত্যিকারের বাঘ হয়ে উঠতে হবে। তবে সবার আগে যার যার জায়গা থেকে নিজেকে সচেতন হতে হবে। কারণ যারা ঘুষ, দুর্নীতি প্রতিরোধ বা প্রতিকার করবে দিন শেষে তারাও কিন্তু এক এক জন মানুষ। লক্ষ্মীপুর সদর থেকে
×