ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোঃ সুমন সরকার

সংক্রমিত হচ্ছে দুর্নীতিও

প্রকাশিত: ২১:০৬, ১৫ অক্টোবর ২০২০

সংক্রমিত হচ্ছে দুর্নীতিও

বর্তমান করোনা সংক্রমণের মতো বেড়ে চলেছে অপরাধ, প্রতারণা এবং দুর্নীতিরও সংক্রমণ। বেশকিছু প্রতারকচক্র এবং দুর্নীতিবাজরা করোনা মহামারীকে পুঁজি করেও মানুষকে ঠকিয়ে যাচ্ছে। করোনার অজুহাতে সাধারণ মানুষকে বোকা বানিয়ে অনায়াসে চালিয়ে যাচ্ছে তাদের জালিয়াতি এবং দুর্নীতিমূলক কাজকর্ম। এছাড়াও দেশের সরকারী বেসরকারী বিভিন্ন বিষয় নিয়েও নয়ছয় অবস্থা এসকল ঘৃণিত কর্মকা-ও বাংলাদেশের মানুষের কাছে অজানা নয়। জনসাধারণকে ঠকিয়ে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এমন কি স্বাস্থ্যকেন্দ্রেও এখন দুর্নীতিবাজদের ভয়াল থাবা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে আমরা জানি অনেকেই অপরাধচক্রের সঙ্গে জড়িত হয়ে জনগণের কাছে সর্বোচ্চ আলোচিত হয়েছেন, হচ্ছেন এবং কারাবন্দীও আছেন। এসব কাজ করে মনুষ্যত্বহীন প্রতারক শ্রেণীর মানুষগুলো। এছাড়াও দেখা যায় একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ আসনে থেকেও তারা শুধু অর্থের লোভে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। দুর্নীতিকে তারা আপন করে নীতিকে পথভ্রষ্ট করে দিচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা বা সামান্য উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা হাজার হাজার মানুষকে রোগ পরীক্ষা করার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন এবং বিনিময়ে হাতে ধরিয়ে দিচ্ছেন ভুয়া রিপোর্ট। এছাড়াও করোনা পরীক্ষা করার নাম করে দেওয়া হচ্ছে মন গড়া রিপোর্ট এবং ভুয়া সার্টিফিকেট। যা আমাদের তথা পুরো বাংলাদেশের মানুষের জন্যই ঝুঁকিপূর্ণ। এছাড়া অনলাইনেও বিভিন্ন মাধ্যমে ব্যবসার নাম করে, চাকরি, উপার্জনের প্রলোভন দেখিয়ে অনেকেই সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রচুর টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এ ধরনের কার্যক্রম সত্যি আমাদের মতো দেশের জন্য লজ্জাজনক। বাংলাদেশ যে দুর্নীতির দিক দিয়ে বেশ এগিয়ে সেটা কারও অজানা নয়। দেশের মানুষ হয়ে দেশের ভেতর দুর্নীতিবাজদের চোখের সামনে দেখে চুপ করে থাকতে হয় অনেককেই। আর চুপ নয় দুর্নীতিকে দূর করতে হবে। দুর্নীতিবাজদের কৃতকর্ম ফাঁস করে দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। দেশের সকল দুর্নীতিপরায়ন অপরাধীদের ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যা দেখে অন্যান্য দুর্নীতিবাজরা শিক্ষা নিতে পারে এবং ভবিষ্যতে আর দুর্নীতি করার সাহস না পায়। শুধু যে এ ধরনের অপরাধচক্রেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। করোনাকালীন সময়ের সুযোগ নিয়ে বিভিন্ন সেক্টরেই অপরাধচক্র জড়িত থাকতে পারে। দিনাজপুর থেকে
×