ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্নীতির কালো থাবা! হৃদয় হাসান ফুয়াদ

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ দূর হ দুর্নীতি

প্রকাশিত: ২১:০৫, ১৫ অক্টোবর ২০২০

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ দূর হ দুর্নীতি

একবিংশ শতাব্দীকে উৎকর্ষতার মহা যুগ বলে অনেকে চিহ্নিত করেন। উন্নতির সোপান যেন আকাশ ছুঁইছুঁই। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে সর্বক্ষেত্রে বয়ে চলেছে উন্নতির ধারা। প্রযুক্তির সিঁড়ি বেয়ে চাঁদে ভ্রমণ মানব জাতির এক অনন্য অর্জন। সভ্যতা- সংস্কৃতির বিকাশ ঘটেছে। মানুষের চিন্তা- চেতনাও বদলেছে। সামাজিক জীবনে এসেছে বিপুল পরিবর্তন। বর্বরতার থাবা থেকে বেরিয়ে আসার নতুন এক স্বপ্ন দেখছে মানুষ। কিন্তু কোথাও যেন একটু পিছুটান একটু সীমাবদ্ধতা! বিশ্ব মানচিত্রে ছোট দেশগুলোর একটি বাংলাদেশ। উন্নত দেশগুলোর তুলনায় আর্থিক অবস্থা কিছুটা নগণ্য হলেও ধীরে ধীরে দেশটি আর্থিক সচ্ছলতার দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষার মান বেড়েছে। দেশে-বিদেশে বাংলাদেশের ছাত্রছাত্রীরা লেখা পড়া করছে। কিন্তু দুর্নীতির আখড়া যেন দিন দিন আরও পোক্ত হচ্ছে। উপর মহল থেকে শুরু করে স্কুল-কলেজের দারোয়ান পর্যন্ত এর থাবা থেকে বাঁচতে পারছে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। আর এর বেশিরভাগই ঘটছে সমাজের প্রভাবশালীদের হাত ধরে। জিরো টলারেন্স নীতি গ্রহণেও দুর্নীতির লাগাম টানা সম্ভব হচ্ছে না। দেশের জন্য এটা একটি লজ্জাজনক ব্যাপার। দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান বরাবরই এগিয়ে। যা কিনা আমাদের জন্য বড় হুমকি। ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত শীর্ষ দূর্নীতিগ্রস্ত দেশের তালিকার এক নম্বরে ছিল বাংলাদেশ। ২০০১ থেকে ২০১৯ এর মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে ছিল ২০১৭ সালে। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১৭। যা ২০১৮ সালে চার ধাপ এগিয়ে ১৩ তে ছিল। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৪ তে। যা কিনা আগের তুলনায় একটু সন্তোষজনক। করোনার সময়ে মানুষ হাহাকার করছে, মৃত্যুর মিছিল যখন বড় ছচ্ছে সে সময়েও একদল দুর্নীতিবাজ দেশকে ধ্বংস করার পেছনে উঠে পড়ে লেগেছে। করোনাকালে স্বাস্থ্য খাতে দুর্নীতির কথা সকলেরই জানা। স্বাস্থ্য খাতে বিশ্বে বাংলাদেশের অবস্থান এমনিতেই লজ্জাজনক। কিন্তু শাহেদ সাবরিনাদের কারণে কোন অবস্থানই ধরে রাখা সম্ভব হচ্ছে না। মানুষের মৌলিক অধিকারের একটি হলো চিকিৎসা সেবা। এখানেই যদি দূর্নীতির আখড়া তৈরি হয় তাহলে স্বাধীন বাংলার কী ভূমিকা থাকে! বিভিন্ন দেশের পত্রপত্রিকায় প্রথম পৃষ্ঠায় বড় অক্ষরে ছাপা হয়েছে বাংলাদেশের স্বাস্থ্যখাতের দুর্নীতির কথা। এ অবস্থায় দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায় একটু ভাবার বিষয়। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। দুর্নীতি দমনে শুধু আইন প্রণয়নন যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন কঠোর শাস্তির পাশাপাশি মানুষের মনুষ্যত্ব জাগিয়ে তোলা। ঘরে বাইরে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করা এবং ধর্মীয় অনুশাসনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। আগামীর পথচলা হোক দুর্নীতি মুক্ত সফল বাংলাদেশের! সরিষাবাড়ী, জামালপুর থেকে
×