ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেডিএস এক্সেসরিজের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ২০:৫০, ১৫ অক্টোবর ২০২০

কেডিএস এক্সেসরিজের লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ৭৫ পয়সা করে পাবেন এবং ১০০ শেয়ারে নতুন সাড়ে ৭ টি করে শেয়ার পাবেন। ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ দেয়া হবে। আগামী ১৯ নবেম্বর সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে । সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৪ নবেম্বর। লভ্যাংশের খবরে কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে। মঙ্গলবার যেখানে এ শেয়ার ঢাকার পুঁজিবাজারে ৫০ টাকা ৯০ পয়সায় লেনদেন হচ্ছিল, বুধবার তা লেনদেন হয়েছে ৫৩ টাকা ২০ পয়সায়।
×