ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান শুরু আজ

প্রকাশিত: ০০:০৭, ১৪ অক্টোবর ২০২০

মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান শুরু আজ

জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আজ ১৪ অক্টোবর থেকে ৪ নবে¤¦র পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় সমুদ্র, উপকূলীয় এলাকা ও আভ্যন্তরীণ নদ-নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান- ২০২০’ পরিচালনা করবে। অভিযান চলাকালীন নৌসদস্যরা চিহ্নিত ইলিশ প্রজননক্ষেত্রসহ দেশব্যাপী প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। পাশাপাশি মা ইলিশের বিচরণ ও অভিপ্রায়ণ নিরাপদকরণসহ অবাধ প্রজননের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের প্রবৃদ্ধি অক্ষুণœ রাখার লক্ষ্যে মৎস্য নৌযানসহ সকল ধরনের বাণিজ্যিক ট্রলারের উপকূল এবং মোহনায় মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। এছাড়া, ইলিশ প্রজননের সঙ্গে সম্পর্কিত গবেষণা/ সমীক্ষা কার্যক্রমে তথ্যউপাত্ত সংগ্রহ ও সংরক্ষণে নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তার পাশাপাশি চিহ্নিত প্রজনন ক্ষেত্রে ডিমওয়ালা ইলিশ মাছসহ সকল প্রকার মাছ ধরা বন্ধের বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে। শুদ্ধাচার পুরস্কার প্রদান ॥ রাজধানীর শেরেবাংলা নগরে গণভবন কমপ্লেক্সে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল। এ সময় তিনি পুরস্কার প্রাপ্তদের হাতে মন্ত্রণালয়ের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২০১৯-২০ অর্থবছরের জন্য ‘শুদ্ধাচার প্রদান নীতিমালা ২০১৭’ অনুযায়ী এ মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দুইজন এবং অধীনস্থ দফতর/সংস্থা প্রধানগণের মধ্যে একজনকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়। -আইএসপিআর
×